রাজনীতিরাজ্য

‘যারা অত্যাচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলবে তৃণমূল’, শহিদ দিবস উপলক্ষে টুইট মমতার

‘যারা অত্যাচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলবে তৃণমূল’, শহিদ দিবস উপলক্ষে টুইট মমতার - West Bengal News 24

শহিদ দিবসের সকালে ১৩ জন নিহত ব্যক্তিদের স্মৃতিচারণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। টুইটে তিনি লেখেন, ১৯৯৩ সালে এই দিনে যে ১৩ জন শহিদ হয়েছিলেন তাঁদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাই। আজ দুপুর ২ টোয় শহিদদের শ্রদ্ধা জানানোর জন্য ভার্চুয়াল সভায় যোগ দেওয়ার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা অমানবিক অত্যাচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে তৃণমূল জোর গলায় আওয়াজ তুলবে।’

টুইট করে তৃণমূল নেত্রী যে বিজেপিকেই আক্রমণ শানালেন তা স্পষ্ট। রাজ্যে বিজেপিকে হারিয়ে এটাই প্রথম ২১ জুলাই। আর এই মঞ্চ থেকেই বিজেপিকে কেন্দ্র থেকে সরানোর সলতে পাকানোর চেষ্টা করবেন তৃণমূল নেত্রী। বিরোধীদের এককাট্টা করতে এদিন মমতা ব্যানার্জি কী বার্তা দেন সেই দিকেই নজর গোটা রাজনৈতিক মহলের। আর তাই এই প্রথম রাজ্যের গণ্ডি পেরিয়ে গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, অসম, ত্রিপুরা, মণিপুরের মতো রাজ্যে ভার্চুয়ালি মমতার বক্তব্য শোনানো হবে।

পাশাপাশি শহিদ দিবস উপলক্ষ্যে টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি লেখেন, ‘১৯৯৩ সালের যন্ত্রণাদায়ক স্মৃতি এখনও টাটকা। তত্‍কালীন সরকারের অমানবিকতার শিকার হয়েছিলেন ১৩ জন কর্মী। কোনও দিন তা ভোলা যাবে না।’

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button