মাত্র ২৫০ টাকা জমা করে অ্যাকাউন্ট খুললেই পেতে পারেন ১৫ লক্ষ টাকা! জানুন কীভাবে
চিন্তার হল অবসান! এবার বাবা মায়েরা মেয়ের ভবিষ্যত সুরক্ষিত করাতে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে খুলতে পারেন সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট৷
খেয়াল রাখতে হবে, অধিকতম দুটি মেয়ের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন অভিভাবক বা বাবা মায়েরা এবং কেবলমাত্র একটিই অ্যাকাউন্ট খোলা যাবে একজনের নামে।
ন্যূনতম ২৫০ টাকা ডিপোজিট করে খুলতে হবে এই অ্যাকাউন্ট ৷ এক বছরে ১,৫০,০০০ টাকা পর্যন্ত জমা করা যেতে পারে এই অ্যাকাউন্টে ৷
সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৭.৬ শতাংশ সুদ মিলছে বর্তমানে ৷ উপরি পাওনা হলো ইনকাম ট্যাক্সে ছাড় ৷
ভাবছেন তো কী ভাবে পাবেন ১৫ লক্ষ টাকা ? আসুন বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক।
প্রতি মাসে যদি কোন ব্যক্তি এই স্কিমে ৩০০০ টাকা ইনভেস্ট করেন তবে বছরের শেষে সেটা ৩৬০০০ টাকা হয়। যদি এই ইনভেস্টমেন্ট ১৪ বছর অবধি চালানো যায়, তবে ৭.৬ শতাংশ বার্ষিক কম্পাউন্ডিং ইন্টারেস্ট হিসেবে আপনার হাতে আসবে ৯,১১,৫৭৪ টাকা ৷ ২১ বছরের সেই টাকা গিয়ে দাঁড়াবে প্রায় ১৫,২২,২২১ টাকায়৷
পোস্ট অফিস অথবা যে কোন কমার্শিয়াল ব্যাঙ্কের শাখায় এই সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট খোলা যেতে পারে৷
অ্যাকাউন্ট খোলার ফর্ম তোলার জন্য জমা করতে হবে মেয়ের বার্থ সার্টিফিকেট ৷ সঙ্গে বাবা মায়ের প্যান কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এর জেরক্স কপি, ঠিকানার প্রমাণ পত্র ও আইডি স্বরূপ জমা করতে হবে ৷
তবে খেয়াল রাখবেন প্রতি বছর অন্তত ২৫০ টাকা জমা না করলে এই অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে ৷ সেই ক্ষেত্রে রিভাইভ করার জন্য ন্যূনতম টাকার সঙ্গে দিতে হবে ৫০ টাকা পেনাল্টি৷ ১৫ বছর পর্যন্ত রিভাইভ করা যাবে যাবে এই অ্যাকাউন্ট৷