রাজনীতি

“Modi Jasoos(Yes Papa)’, পেগাসাস-নজরদারি নিয়ে তীব্র আক্রমন সায়নীর

Saayoni Ghosh : “Modi Jasoos(Yes Papa)’, পেগাসাস-নজরদারি নিয়ে তীব্র আক্রমন সায়নীর - West Bengal News 24

পেগাসাস-নজরদারি নিয়ে দেশজুড়ে সোরগোল। কংগ্রেস, তৃণমূল সহ বিরোধীরা তীব্র প্রতিবাদ করছেন সংসদেও। ২১শের শহিদ স্মরণের আগে এই নিয়ে প্রধানমন্ত্রী মোদিকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল যুবর সভানেত্রী সায়নী ঘোষ। ভার্চুয়াল মাধ্যমে তিনি একের পর এক তোপ দাগলেন। ছোটবেলার ছড়া ধার করে আক্রমণ করলেন প্রধানমন্ত্রীকে।

সায়নী টুইটারে লিখলেন, ‘‌মোদি জাসুস, ইয়েস পাপা, ইউজিং পেগাসাস? নো পাপা। টেলিং লাইস? নো পাপা। ওপেন ইওর মাউথ…’‌। শেষে ‘‌থ্রি ইডিয়েটস’‌ ছবির ‘‌ঝুট বোল রাহা হ্যায়’‌ সংলাপের একটি গিফও অ্যাটাচ করেন নেত্রী।

এদিন ভার্চুয়াল মাধ্যমে যুবনেত্রী ২১ জুলাই নিয়ে কথা বললেন। তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশে আরও একবার তিনি শহিদদের স্মরণ করার কথা বলেন। তাঁর কথায়, ‘‌১৯৯৩ সালে ১৩ জন বীর শহিদ নিজেদের আত্মত্যাগের কাহিনী লিখেছিলেন। যা আজও আমাদের প্রত্যেকের কাছে অনুপ্রেরণা। আজকের দিনটি তৃণমূল কংগ্রেসের কাছে বিশেষ। নেত্রীর বার্তা শোনার জন্য সকলেই অপেক্ষা করছি আমরা। করোনার কারণে কোনও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছি না। তাই ভার্চুয়ালি সংযোগ স্থাপনের চেষ্টা করলাম।’‌

শহিদ দিবসের কর্মসূচি নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘‌করোনার জন্য জনসভা করা উচিত ছিল না, আর সেটা করাও হয়নি। মমতা ব্যানার্জির বার্তা মেনে মানুষকে বলার, যে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে আছে।’‌

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button