আন্তর্জাতিক

করোনায় যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু দেড় বছর কমেছে : সিডিসি

করোনায় যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু দেড় বছর কমেছে : সিডিসি - West Bengal News 24

করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু দেড় বছর কমে গেছে। ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিডিসি জানায়, ২০২০ সালে মার্কিনিদের গড় আয়ু দাঁড়ায় ৭৭ দশমিক ৩ বছরে। যা ২০১৯ সালে ছিল ৭৮ দশমিক ৮ বছর। ২০০৩ সালের পর মার্কিনিদের গড় আয়ুতে এটিই সবচেয়ে বড় পরিবর্তন। গড় আয়ু হ্রাস মূলত কোভিড-১৯ রোগে মৃত্যুর কারণে ঘটেছে। গড় আয়ু হ্রাসে করোনাভাইরাসজনিত মৃত্যু ৭৩ দশমিক ৮ শতাংশ দায়ী।

প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রে পুরুষের তুলনায় নারীর প্রত্যাশিত গড় আয়ু ৫ বছর বেশি। করোনা পরিস্থিতিতেও নারীদের তুলনায় পুরুষের গড় আয়ু কমেছে বেশি। পুরুষের গড় আয়ু ২০১৯ সালে ৭৬ দশমিক ৩ বছরের তুলনায় ২০২০ সালে ছিল ৭৪ দশমিক ৫ বছর। নারীদের ক্ষেত্রে, ২০১৯ সালে ৮১ দশমিক ৪ বছরের তুলনায় ২০২০ সালে নেমে আসে ৮০ দশমিক ২ বছরে।

সিডিসির তথ্যমতে, মহামারি শুরুর পর থেকে দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৬ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ মৃত্যু ২০২০ সালে রেকর্ড করা হয়েছে। গড় আয়ু কমার অন্যান্য কারণগুলোর মধ্যে রয়েছে দুর্ঘটনা, হত্যা, ডায়াবেটিস এবং দীর্ঘস্থায়ী লিভার রোগ।

আরও পড়ুন ::

Back to top button