জাতীয়

সীমান্তেও উদযাপন হল ঈদ, একাধিক চেক পয়েন্টে দেওয়া নেওয়া হল মিষ্টি

সীমান্তেও উদযাপন হল ঈদ, একাধিক চেক পয়েন্টে দেওয়া নেওয়া হল মিষ্টি - West Bengal News 24

ঈদ-উল-আদহা উপলক্ষে ভারত-পাক সীমান্তে সৌহার্দ্য বিনিময় করলেন দুই দেশের সেনাবাহিনী। দুই পক্ষের মধ্যে মিষ্টি বিতরণও করা হয়েছে। সেনার পিআরও কর্নেল দেবেন্দর আনন্দ বলেছেন, ভারত-পাকিস্তান দুই দেশের সেনা পুঞ্চ-রাওয়ালকোট, মেন্ধর-হটস্প্রিং ক্রশিং পয়েন্টে মিষ্টি বিতরণ করেছেন।

উত্তর কাশ্মীরের উরির কামন-আমন সেতু এবং ঐতিহাসিক টিটওয়াল ক্রসিং ব্রিজেও চলেছে সৌহার্দ্য বিনিময়। দুই পক্ষের সম্পর্কের আত্মবিশ্বাস বাড়াতেই এই উদ্যোগ। এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

জানা গিয়েছে, ঈদ-উল-আদহার শুভেচ্ছা জানানোর পাশাপাশি শান্তি এবং সম্প্রীতির বার্তা পাঠানো হয়েছে পড়শি দেশের সেনাবাহিনীকে। একইভাবে পাল্টা শুভেচ্ছা ফিরেছে পাকিস্তানের তরফে। কোভিড বিধি মেনেই দুই পক্ষের এই উত্‍সব উদযাপন। এমনটাই জানিয়েছে সেনার একটা সুত্র।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন ::

Back to top button