জাতীয়

দেশে লাগামছাড়া সংক্রমণ ক্রমে বাড়াচ্ছে উদ্বেগ, ২৪ ঘণ্টায় মৃত ৫০

Corona Update India : দেশে লাগামছাড়া সংক্রমণ ক্রমে বাড়াচ্ছে উদ্বেগ, ২৪ ঘণ্টায় মৃত ৫০ - West Bengal News 24

টানা দু’দিন ৪০ হাজারের উপরেই রইল করোনায় দেশে দৈনিক সংক্রমণ (Corona Daily Cases)। তবে গতকালের তুলনায় সামান্য কম। বুধবার দেশে একদিনে সংক্রমিত হয়েছিলেন ৪২ হাজার ১৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) প্রকাশিত বুলেটিন অনুযায়ী আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৩৮৩ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫০৭ জনের।

এদিকে দেশে একদিনে মারণভাইরাস থেকে সুস্থ (Recovered) হয়েছেন ৩৮ হাজার ৬৫২ জন মানুষ। মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লক্ষ ৫৭ হাজার ৭২০তে। যদিও এর মধ্যে সুস্থই হয়ে গিয়েছেন ৩ কোটি ৪ লক্ষ ২৯ হাজার ৩৩৯ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর (Active Cases) সংখ্যা ৪ লক্ষ ৯ হাজার ৩৯৪ জন।

আইসিএমআর (ICMR) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ১৭ লক্ষ ১৮ হাজার ৪৩৯টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে। মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ৪৫ কোটি ৯ লক্ষ ১১ হাজার ৭১২ টি। পাশাপাশি চলছে টিকাকরণ অভিযানও। দেশজুড়ে মোট ৪১ কোটি ৭৮ লক্ষ ৫১ হাজার ১৫১ জন ভ্যাকসিন নিয়েছেন।

সূত্র: ২৪ ঘন্টা

আরও পড়ুন ::

Back to top button