রাজ্য

প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল, সর্বোচ্চ নম্বর ৪৯৯, পাশের হার ৯৭.৬৯ শতাংশ

West Bengal Higher Secondery Result 2021 : প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল, সর্বোচ্চ নম্বর ৪৯৯, পাশের হার ৯৭.৬৯ শতাংশ - West Bengal News 24

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। পাশের হার বেড়ে হল ৯৭.৬৯ শতাংশ। ছাত্র ও ছাত্রীর পাশের হার প্রায় সমান। কলা বিভাগে পাশের হার ৯৭.৩৯ শতাংশ, বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.২৮ শতাংশ, বাণিজ্য বিভাগে পাশের হার ৯৯.৮ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৪৯৯।

এককভাবে সর্বোচ্চ নম্বর পেয়েছে একজন। মুর্শিদাবাদের একজন মুসলিম কন্যা ওই পরীক্ষার্থী পেয়েছে ৪৯৯। প্রথম দশে রয়েছে ৮৬ জন। তবে এবারও কোনও মেধা তালিকা প্রকাশ করা হয়নি।

৬০ শতাংশের বেশি পেয়েছে ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন। যা গতবারের চেয়ে কিছুটা কম। তবে উল্লেখযোগ্য ভাবে ৯০ শতাংশের বেশি নম্বর প্রাপকের সংখ্যা অনেকটাই কমল। ৯০১৩ জন ‘O’ গ্রেড পেয়েছে। এবছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ১৯ হাজার ২০২ জন।

প্রসঙ্গত, করোনা আবহে গত ৭ জুন উচ্চমাধ্যমিক বাতিলের ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দশম, একাদশ শ্রেণির ফল ও দ্বাদশের প্রোজেক্টের ভিত্তিতে মূল্যায়ন হয়েছে।

এ দিন সংসদের সভাপতি মহুয়া দাস বলেন, অনেক বিদ্যালয় কর্তৃপক্ষ সঠিক সময়ে একাদশ শ্রেণির নম্বর জমা দেয়নি। অনেক বিদ্যালয় শেষ মুহূর্তে অনেক ছাত্রছাত্রীর নম্বর পাঠিয়েছে। যার মধ্যে অনেকগুলিই ত্রুটিপূর্ণ। তা সত্ত্বেও পরীক্ষার্থীদের স্বার্থে রেজাল্ট আটকানো হয়নি।

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button