জাতীয়

আগামিকাল দুপুরে ICSE ও ISC’র ফলপ্রকাশ, কীভাবে জানবেন ফল?

CISCE Result 2021আগামিকাল দুপুরে ICSE ও ISC’র ফলপ্রকাশ, কীভাবে জানবেন ফল? - West Bengal News 24

আইসিএসসি ও সিবিএসসির ফলাফল প্রকাশিত হবে ২৪ জুলাই। ফলে রাত পোহালেই এই ফলাফল প্রকাশিত হওয়ার কথা।

এদিন বোর্ডের তরফে অ্যাপ ও ওয়েসবসাইটের নাম দেওয়া হয়েছে, যেখানে দেখা যাবে পরীক্ষার ফলাফল।

সেন্ট্রাল বোর্ড অফ এডুকেশন বা সিবিএসসির দশম শ্রেণির ফলাফল তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। এদিন একথা জানানো হয়েছে বোর্ডের তরফে।

জানা গিয়েছে, আগামীকাল দুপুর ৩ টে নাগাদ এই ফলাফল প্রকাশিত হবে।

results.cisce.org ছাড়াও ডিজিলকার এ উমাং অ্যাপে এই ফলাফল দেখা যাবে বলে খবর।

গত বছরগুলির ট্রেন্ড ধরে মনে করা হচ্ছে যে ২০২১ সিবিএসইত্‍ দশম শ্রেণির ফলাফল নিজের সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশ করবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

সূত্র: ওয়ান ইন্ডিয়া

আরও পড়ুন ::

Back to top button