খেলা

অলিম্পিক ভিলেজে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াল

Tokyo Olympic 2020 : অলিম্পিক ভিলেজে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াল - West Bengal News 24

টোকিও অলিম্পিক ভিলেজে প্রতিদিনই বাড়ছে করোনা (কোভিড-১৯) সংক্রমণের হার। নতুন করে তিন অ্যাথলেটসহ ১৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়াল।

করোনার ধাক্কায় এক বছরের জন্য পিছিয়ে গিয়েছিল টোকিও অলিম্পিক। কোভিড সংক্রমণের শঙ্কা উড়িয়ে আজ পর্দা উঠছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের। এ পর্দা নামবে ৮ আগস্ট। আসরের নামকরণ হয়েছে ‘টোকিও অলিম্পিক-২০২০’।

টোকিও অলিম্পিকের আয়োজকরা জানিয়েছেন, ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন কোভিড পজিটিভ হয়েছেন। তাদের মধ্যে চেক প্রজাতন্ত্রের রোড সাইক্লিস্ট মিশাল শ্লেগেলসহ তিনজন রয়েছেন। এ পর্যন্ত ১১জন অ্যাথলেটের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

অ্যাথলেটদের বাইরে ২৪ ঘণ্টায় খেলার সঙ্গে যুক্ত ১০ ব্যক্তি ও তিন সাংবাদিকও করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্য দিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১০ জনে।

আরও পড়ুন ::

Back to top button