জীবন যাত্রা

প্রতি দশ জনের মধ্যে চারজন মহিলাই জীবন নিয়ে অখুশি!

প্রতি দশ জনের মধ্যে চারজন মহিলাই জীবন নিয়ে অখুশি! - West Bengal News 24

প্রতি ১০০ জনের মধ্যে ৩৬জন মহিলার তাঁদের নিজের জীবন নিয়ে খুশি নন। ইংল্যান্ডের ‘ইয়ং ওমেন্স ট্রাস্ট’ নামের একটি সংগঠন ১৬ থেকে ৩০ বছরের ১,০০০ জন মহিলার উপর সমীক্ষা চালিয়ে এই তথ্য পেয়েছেন।

এই সমীক্ষা অনুযায়ী শতকরা ৩৩ শতাংশ মহিলারা মনে করেন কর্মক্ষেত্রে এক কাজ করে তাঁরা পুরুষদের তুলনায় কম মাইনে পান। ২০ শতাংশ মহিলার মতে সমাজে তাঁরা তাঁদের মায়েদের তুলনায় কম সম্মান পান এবং ৬৬শতাংশ মহিলার মতে তাঁরা পেটের ও মানসিক অসুখে অত্যাধিক ভোগেন।

এই সমীক্ষায় উঠে এসেছে শতকরা ৫০ শতাংশ মহিলা বোঝেনই না কার উপর বিশ্বাস করা উচিৎ। শতকরা ৪০ শতাংশ মহিলা মাঝে মাঝেই নিঃসঙ্গতায় ভোগেন। এক চতুর্থাংশ মহিলা মনে করেন সমস্যার সময় পাশে দাঁড়াবার কাউকে তাঁরা পান না।

শতকরা ৫৮ শতাংশ মহিলা নিজেদের কর্মক্ষেত্রকে সুরক্ষিত বলেই মনে করেন। অন্যদিকে, শতকরা ৪২ শতকরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা, সঙ্গীর সঙ্গে সম্পর্ক, আর্থিক অবস্থা নিয়ে মানসিক অশান্তিতে ভোগেন। শতকরা ৫ শতাংশ উচ্চশিক্ষিত মহিলাও অবশ্য একাকীত্ব ও মানসিক অবসাদে ভোগেন।

এই সমীক্ষায় উঠে এসেছে শতকরা ৫০ শতাংশ মহিলা বোঝেনই না কার উপর বিশ্বাস করা উচিৎ। শতকরা ৪০ শতাংশ মহিলা মাঝে মাঝেই নিঃসঙ্গতায় ভোগেন। এক চতুর্থাংশ মহিলা মনে করেন সমস্যার সময় পাশে দাঁড়াবার কাউকে তাঁরা পান না।

শতকরা ৫৮ শতাংশ মহিলা নিজেদের কর্মক্ষেত্রকে সুরক্ষিত বলেই মনে করেন। অন্যদিকে, শতকরা ৪২ শতকরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা, সঙ্গীর সঙ্গে সম্পর্ক, আর্থিক অবস্থা নিয়ে মানসিক অশান্তিতে ভোগেন। শতকরা ৫ শতাংশ উচ্চশিক্ষিত মহিলাও অবশ্য একাকীত্ব ও মানসিক অবসাদে ভোগেন।

আরও পড়ুন ::

Back to top button