Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউড

রাজ কুন্দ্রার পর্নোকাণ্ড নিয়ে যা বললেন শিল্পা শেঠির বোন

Shamita Shetty : রাজ কুন্দ্রার পর্নোকাণ্ড নিয়ে যা বললেন শিল্পা শেঠির বোন - West Bengal News 24

স্বামী রাজ কুন্দ্রা যখন পর্নো ছবি তৈরি ও অ্যাপের মাধ্যমে তা সরবরাহের মামলায় কারাগারে তখন নিজের নতুন সিনেমার প্রচারণায় ব্যস্ত শিল্পা শেঠি।

গত ১৯ জুলাই পর্যাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে শিল্পার স্বামী ধনকুবের রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

আর এর ৪ দিন পর শুক্রবার মুক্তি পায় শিল্পা শেঠির নতুন সিনেমা ‘হাঙ্গামা ২’।

সেই সিনেমার প্রচারণায় ইনস্টাগ্রামে সবাইকে এটি দেখার আহ্বান জানান শিল্পা। সেই পোস্টে শিল্পাকে অভিনন্দনও জানিয়েছেন তার বোন অভিনেত্রী শমিতা শেঠি। তবে সেই অভিনন্দনের পাশাপাশি শিল্পার বর্তমান পরিস্থিতি নিয়েও পরোক্ষ বার্তা দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে শিল্পাকে অভিনন্দন জানিয়ে শমিতা শেঠি লেখেন,‘১৪ বছর পর হাঙ্গামা মুক্তি পাচ্ছে। মুঙ্কি (শিল্পা), তোমাকে অনেক শুভেচ্ছা। আমি জানি, এই ছবিটির জন্য তুমি অনেক পরিশ্রম করেছ। তোমার সঙ্গে তোমার পুরো দলও তা-ই করেছে। তোমাকে ভালবাসি। সারা জীবন তোমার সঙ্গে আছি।’

এর আগে শুক্রবার একটি ইনস্টাগ্রাম পোস্টে জীবনে ‘চ্যালেঞ্জ’ নেওয়ার কথা বলেছিলেন শিল্পা।

বিদ্রোহী ঢঙে জানিয়েছিলেন, তিনি এই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে প্রস্তুত। কোনোমতেই হার স্বীকার করবেন না।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বইয়ের পৃষ্ঠা শেয়ার করেন শিল্পা। যেখানে শুরুতেই মার্কিন লেখক জেমস থার্বার একটি উক্তি লেখা – ‘রাগ হলে পেছনে ফিরে দেখবেন না। আর ভয় পেলে সামনের দিকে দেখবেন না। নিজের চেতনাকে জাগরিত করতে চারদিকে চোখ রাখুন।’

পৃষ্ঠার সবচেয়ে নিচে লেখা আছে – ‘আমি দীর্ঘ এক শ্বাস নিই, এই ভেবে যে আমি জীবিত আছি। আর আমি নিজেকে ভাগ্যবতী মনে করি। আমি আগে অনেক কঠিন পরিস্থিতির সঙ্গে সংঘর্ষ করেছি। আর আগামী দিনেও কঠিন চ্যালেঞ্জের সঙ্গে মোকাবিলা করব। আমাকে আমার মতো করে বেঁচে থাকার জন্য আর কেউ এখন বিভ্রান্ত করতে পারবে না।’

শমিতার লেখাতেও একই মনোভাবের আভাস পাওয়া গেল। তিনিও লিখেছেন, ‘জীবনে অনেক ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছ। সেসব তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে, তা আমি জানি। এই সময়টাও একদিন কেটে যাবে।’

এদিকে শুক্রবার শিল্পাকেও জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। এরইমধ্যে অভিনেত্রী গহনা বশিষ্ঠ দাবি করেছেন, রাজ তার শ্যালিকা শমিতাকেও পর্নো ভিডিওতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিল।

তবে গহনার সেই দাবির বিষয়ে কোনো মন্তব্য করেননি শমিতা।

আরও পড়ুন ::

Back to top button