খেলা

হকিস্টিক দিয়ে স্পেনের খেলোয়াড়ের মাথায় মারলেন আর্জেন্টাইন খেলোয়াড় (ভিডিও)

হকিস্টিক দিয়ে স্পেনের খেলোয়াড়ের মাথায় মারলেন আর্জেন্টাইন খেলোয়াড় (ভিডিও) - West Bengal News 24

জাপানের রাজধানী টোকিওকে চলছে অলিম্পিক প্রতিযোগিতা। সেখানে স্পেন-আর্জেন্টিনা হকি ম্যাচ চলাকালীন হকিস্টিক দিয়ে স্পেনের এক খেলোয়াড়কে মাথায় আঘাত করেছে আর্জেন্টাইন এক খেলোয়াড়।

শনিবার ম্যাচ চলাকালে ক্র্যাম্পের চোট থেকে মুক্তির জন্য চিকিৎসা নিচ্ছিলেন স্পেনের ডেভিড অ্যালেগ্রি। কিন্তু আর্জেন্টিনার লুকাস রসি মনে করেছিলেন শুধু সময় কাটানোর জন্য এমন করেছিলেন অ্যালেগ্রি। তাই অ্যালেগ্রির মাথায় হকিস্টিক দিয়ে আঘাত করে বসেন রসি। সঙ্গে সঙ্গে চিৎকার করেন অ্যালেগ্রি। ছুটে আসেন রেফারিরাও। এমন সময় স্পেনের একজন খেলোয়াড় রসির গলা চেপে ধরেন।

মাথায় আঘাত পেলেও অ্যালেগ্রির চোট গুরুতর নয়। ম্যাচটি শেষ পর্যন্ত ১-১ এ ড্র হয়েছে। ঘটনা এখানেই শেষ নয়। ম্যাচ শেষেও দুদলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা যায়। স্পেনের হয়ে অ্যালেগ্রির এটি চতুর্থ অলিম্পিক। এর আগে তিনি ২০০৪, ২০০৮ ও ২০১২ অলিম্পিকে অংশ নিয়েছিলেন। তার ঝুলিতে আছে রুপার মেডেল। অন্যদিকে গতবার রিও অলিম্পিকে সোনা জেতেন রসি। এর আগে আর্জেন্টিনার হয়ে ২০১২ ও ২০১৬ অলিম্পিকে খেলেছিলেন তিনি।

আরও পড়ুন ::

Back to top button