জাতীয়

সামরিক বাহিনীর বীরত্বের প্রতীক ‘কারগিল যুদ্ধ’: মোদি

সামরিক বাহিনীর বীরত্বের প্রতীক ‘কারগিল যুদ্ধ’: মোদি - West Bengal News 24

২৬ জুলাই কারগিল বিজয় দিবস। এ বছর কারগিলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর জয়লাভের ২২তম বছর। তার আগের দিন রবিবার সকালে, মন কি বাত অনুষ্ঠানে সেই বিজয় দিবসের প্রসঙ্গই তুললেন প্রধানমন্ত্রী মোদি।

৭৯ তম মন কি বাত অনুষ্ঠানে মোদি কার্গিলের সেই শহিদ ও বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে দেশবাসীকে আহ্বান জানালেন।

পাশাপাশি দেশের সামরিক বাহিনীর প্রশংসা করে প্রধানমন্ত্রী বললেন, কার্গিল যুদ্ধ আমাদের সামরিক বাহিনীর বীরত্ব ও শৃঙ্খলার প্রতীক যা গোটা বিশ্ব দেখেছে।

মোদির কথায়, ‘‌যাঁরা দেশের জন্য তেরঙা উত্তোলন করেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধায় আবেগ অনুভব করাটাই স্বাভাবিক। দেশপ্রেমের এই অনুভূতি আমাদের সকলকে এক করে দেয়।’‌

পাশাপাশি, আসন্ন স্বাধীনতা দিবস নিয়েও কথা বললেন প্রধানমন্ত্রী। তিনি বললেন, আগামী বছর দেশের স্বাধীনতার ৭৫তম বর্ষ। যে কারণে তা অমৃত দিবস হিসেবে উদযাপন করা হবে বলে জানান প্রধানমন্ত্রী।

দেশজুড়ে পালিত হবে বিভিন্ন অনুষ্ঠান। সেখানে অংশ নেওয়ার জন্য নাগরিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য