জাতীয়

রাস্তায় শুয়ে থাকা ১৮ শ্রমিককে পিষে মারল ট্রাক

রাস্তায় শুয়ে থাকা ১৮ শ্রমিককে পিষে মারল ট্রাক - West Bengal News 24

যাত্রাবিরতিতে বাস থামিয়ে বাসের সামনেই রাস্তার উপর শুয়ে ছিলেন পরিযায়ী শ্রমিকরা। কিন্তু সেই ঘুম থেকে যে আর তারা জেগে উঠবেন না তা কে জানতো। পেছন থেকে একটি ঘাতক ট্রাক বাসটিকে ধাক্কা দিয়ে কেড়ে নিলো ১৮ শ্রমিকের প্রাণ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শ্রমিকরা রাস্তার ওপরে একটি বাসের সামনে ঘুমিয়ে ছিলেন। বুধবার (২৮ জুলাই) সকালে ট্রাকের ধাক্কায় রাস্তায় ঘুমিয়ে থাকা ১৮ শ্রমিক নিহত হয়েছেন।

উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে ২৮ কিলোমিটার দূরের বারাবানকি জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে। নিহত শ্রমিকরা বিহারের বাসিন্দা। তারা মঙ্গলবার রাতে হরিয়ানা থেকে এসেছিলেন।

সে সময় রাতে বাসটি যাত্রা বিরতি দিলে শ্রমিকরা ওই বাসের সামনেই রাস্তায় ঘুমিয়ে পড়েন।

এদিকে, দুর্ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে নেয়া হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button