খেলা

স্কাই জাম্পিং ছেড়ে সাইক্লিং, জিতলেন অলিম্পিক সোনা

Tokyo Olympic 2020 : স্কাই জাম্পিং ছেড়ে সাইক্লিং, জিতলেন অলিম্পিক সোনা - West Bengal News 24

জাপানের রাজধানী টোকিওতে চলছে অলিম্পিক-২০২০। সেখানে বুধবার সাইক্লিং ইভেন্টে সোনা জিতেছেন স্লোভেনিয়ার প্রিমোজ রগলিচ। এই ইভেন্টে রুপা জিতেছেন নেদারল্যান্ডসের টম ডুমোলিনের।

প্লানিকা কিংবা আল্পস—রগলিচকে সব সময় টানত পাহাড়। শৈশবেই স্বপ্ন দেখতেন স্কাই জাম্পিংয়ে ক্যারিয়ার গড়ার। ২১ বছর বয়স পর্যন্ত স্লোভেনিয়ার এই খেলোয়াড় স্কাই জাম্পিংয়ে জিতেছেন কয়েকটি টুর্নামেন্টও। এরপর তাঁর সাইক্লিংয়ে আসা। সর্বশেষ ট্যুর ডি ফ্রান্সেও ছিলেন শিরোপার দ্বারপ্রান্তে। কিন্তু একেবারে শেষ ল্যাপে এসে দুর্ঘটনায় ছিটকে পড়েন রগলিচ। সেই আক্ষেপটা মিটল বুধবার। অলিম্পিকে সোনা জিতলেন টিম ট্রায়ালে।

৪৪.২ কিলোমিটারের কোর্সটা শেষ করেছেন ৫৫ মিনিট ৪ সেকেন্ডে। তাঁর চেয়ে এক মিনিট বেশি সময় নিয়ে রুপা নেদারল্যান্ডসের টম ডুমোলিনের। মানসিক অবসাদে ভুগে চার মাস খেলা থেকে দূরে ছিলেন ডুমোলিন। এরপর ট্র্যাকে ফিরে অলিম্পিকে রুপা জেতাটা বিশেষ কিছু তাঁর জন্য।

আরও পড়ুন ::

Back to top button