খেলা

টোকিও অলিম্পিকে একই ইভেন্টে সোনা জিতলেন দুই অ্যাথলেট

Tokyo Olympic 2020 : টোকিও অলিম্পিকে একই ইভেন্টে সোনা জিতলেন দুই অ্যাথলেট - West Bengal News 24

না দলীয় কোনও ইভেন্ট নয়, একজনেরই সোনা জেতার কথা ছিল। কিন্তু টোকিও গেমসে একই ইভেন্টের সোনা জিতলেন দুই অ্যাথলেট। রোববার অলিম্পিকের হাইজাম্পের চূড়ান্ত পর্যায়ের খেলা শেষে সোনা ভাগাভাগি করতে হয়েছে ইতালির জিয়ানমারকো তাম্বেরি ও কাতারের মুতাজ এসা বারশিমকে।

দুই অ্যাথলেটই ২.৩৭ মিটার জাম্প দেন। তাতে দুজনই সোনা জেতেন। এই ইভেন্টে কেউ রুপা পায়নি। ব্রোঞ্জ জেতা বেলারুশের প্রতিযোগী মাকসিম নেদাসেকাউও একই উচ্চতায় লাফ দেন। কিন্তু তিনি তাম্বেরি ও বারশিমের চেয়ে বেশি চেষ্টা করেছেন বলে তৃতীয় হন।

কোনো বাধা ছাড়াই ২.৩৭ মিটার জাম্প দিতে সফল হন তাম্বেরি ও বারশিম। শেষে ২.৩৯ মিটারে জাম্প দিতে ব্যর্থ হন দুজনই। সেই কারণেই তাদের একসঙ্গে স্বর্ণপদক দেওয়া হলো।

অস্ট্রেলিয়া ভেবেছিল ব্রেন্ডন স্টার্কের হাত ধরে অলিম্পিকে আরো একটি পদক জিতবে, কিন্তু সেই আশা পূরণ হয়নি। অল্পের জন্য পদক হাতছাড়া করেন জাতীয় ক্রিকেট দলের তারকা মিচেল স্টার্কের ভাই। তার দিকে তাকিয়ে ছিল গোটা অস্ট্রেলিয়া। চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও পঞ্চম স্থানে এসেই থামতে হয় তাকে। তিনি ২.৩৫ মিটার জাম্প দেন।

আরও পড়ুন ::

Back to top button