খেলা

‘সমস্যা মিটে যাবে, আইএসএল খেলবে ইস্টবেঙ্গল’, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

SC East Bengal : ‘সমস্যা মিটে যাবে, আইএসএল খেলবে ইস্টবেঙ্গল’, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী - West Bengal News 24

গতকাল ইস্টবেঙ্গল ক্লাবের ১০২ তম প্রতিষ্ঠাদিবস ছিল। কোভিডের কারণে জাঁকজমক উদযাপন হয়নি। তবে আশঙ্কার ভ্রুকুটি নিয়েই প্রিয় ক্লাবের প্রতিষ্ঠা দিবস সোশ্যাল মাধ্যমে উদযাপন করেছেন লক্ষ লক্ষ ইস্টবেঙ্গল সমর্থক। এবার আইএসএলে খেলবে তো? জটিলতা কাটবে তো? সোমবার নেতাজি ইনডোরে অনুষ্ঠিত খেলা হবে দিবসের সূচনা অনুষ্ঠানে লক্ষ লক্ষ লাল-হলুদ জনতাকে যেন অভয়বাণী শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ঝগড়া হচ্ছে, মনোমালিন্য হচ্ছে। সব মিটে যাবে। চুক্তি সই হবে। ইস্টবেঙ্গল আইএসএল খেলবে। আমার কাছে সেরকম তথ্যই রয়েছে। আমি এটুকু বলতে পারি, একটু ছেড়ে খেলুন। তা হলে চুক্তিটা হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। পাঁচ বছরের জন্য কেউ দায়িত্ব নেবে, এটাও মুখের কথা নয়। পঞ্চাশ কোটি টাকা করে লাগে। তাদেরও অনেক বলে রাজি করানো হয়েছে।

সদস্যদের নিয়ে যে সমস্যা ছিল সেটাও মিটে গিয়েছে। বাকিটাও আশা করি দ্রুত সমাধান হবে।’ কাদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বললেন একটু ছেড়ে খেলুন? অনেকের মতে ইস্টবেঙ্গল কর্তাদের উদ্দেশেই বার্তা দিয়েছেন মমতা। প্রসঙ্গত, শ্রী সিমেন্টের চুক্তিপত্রে কর্তারা সই করতে চাইছেন না। তাঁদের বক্তব্য, ইনভেস্টর যে শর্ত দিয়েছে তা মেনে নেওয়া মানে ক্লাবকে বেঁচে দেওয়া।

এ নিয়ে অনেক দিন ধরেই দড়ি টানাটানি চলছে। অনেকের মতে, মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন, সে সংস্থা পাঁচ বছরের জন্য টিমের দায়িত্ব নিচ্ছে সেটা মামুলি ব্যাপার নয়। প্রসঙ্গত, গত বছর ২ সেপ্টেম্বর নবান্নে বসেই চুক্তি চূড়ান্ত হয়েছিল ইস্টবেঙ্গল শ্রী সিমেন্টের মধ্যে। এবারও সেই মমতাই অভয়বাণী শোনালেন।

সূত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button