আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু ৪২ লাখ ৪৮ হাজার ছাড়াল

World Corona Update : বিশ্বে করোনায় মৃত্যু ৪২ লাখ ৪৮ হাজার ছাড়াল - West Bengal News 24

গত একদিনে বিশ্বে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৪৮৯ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ কোটি ৯৫ লাখের বেশি মানুষের। একদিনে মৃত্যু হয়েছে ৭ হাজার ৬৪৯ জনের।

এ নিয়ে বিশ্বে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪২ লাখ ৪৮ হাজারের বেশি মানুষের।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৯৫ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ২৯ হাজার ৮৬২ জনের।

করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৭ লাখ ২৫ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৪ লাখ ২৫ হাজার ২২৮ জনের।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে এক কোটি ৯৯ লাখ ৫৩ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৩৫৯ জনের।

আরও পড়ুন ::

Back to top button