জাতীয়

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে চড়ে সংসদে রাহুল গান্ধী

Petrol Price Hike : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে চড়ে সংসদে রাহুল গান্ধী - West Bengal News 24

মঙ্গলবার রাজধানী শহরে ফের নজর কাড়লেন রাহুল গান্ধী, অধীর চৌধুরীরা। এদিন সকালে সংসদ ভবনের অদূরে রফি মার্গের কনস্টিটিউশন ক্লাবে বিরোধী দলগুলির বৈঠক ডেকেছিলেন রাহুল। তারপর কনস্টিটিউশন ক্লাব থেকে সাইকেলে চড়ে তাঁর নেতৃত্বে বিরোধীরা যান সংসদে। মূলত কংগ্রেসের নেতা কর্মীরাই ছিলেন সেই অভিযানে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ ভাবেই তাঁদের বিরোধিতার কথা তুলে ধরেছেন বিরোধীরা।

Petrol Price Hike : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে চড়ে সংসদে রাহুল গান্ধী - West Bengal News 24

কোভিড পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার অভিযোগের ধাক্কায় কেন্দ্রে মোদী সরকার বর্তমানে কিছুটা দুর্বল উইকেটে রয়েছে বলে অনেকে মনে করছেন। সেইসঙ্গে সাম্প্রতিক ভোট ব্যর্থতা বিজেপিকে আরও কিছুটা অস্বস্তিতে ফেলেছে।

এই দুর্বল পরিস্থিতিতে বিরোধীরাও মোক্ষম আঘাত হানতে চাইছে সরকারের উপর। পেগাসাস তথা ফোনে আড়ি পাতার বিষয় নিয়ে সংসদে তোলপাড় ফেলে দিয়েছেন তাঁরা।

এদিন সংসদে বিরোধীদের মধ্যে কক্ষ সমন্বয়ের বিষয়টি নিয়ে বৈঠক ডেকেছিলেন রাহুল। তাতে তৃণমূলের তরফে সৌগত রায় ও মহুয়া মৈত্ররাও উপস্থিত ছিলেন। তারপরই সংসদের উদ্দেশে সাইকেলে রওনা হন ওয়েনাড়ের এমপি।

সূত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button