জলপাইগুড়ি

ত্রিপুরায় অভিষেকের গাড়িতে হামলার প্রতিবাদ, BJP-র পার্টি অফিসের সামনে বিক্ষোভ TMC-র

ত্রিপুরায় অভিষেকের গাড়িতে হামলার প্রতিবাদ, BJP-র পার্টি অফিসের সামনে বিক্ষোভ TMC-র - West Bengal News 24

বিজেপির জেলা কার্যালয়ে হামলা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। তুমুল উত্তেজনা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার প্রতিবাদে তৃণমূল বিক্ষোভ দেখাচ্ছিল। সেই কর্মসূচিকে ঘিরে নজিরবিহীন ঘটনা জলপাইগুড়িতে। হামলা চালানো হল বিজেপির জেলা কার্যালয়ে। অভিযোগের তীর যুব তৃণমূলের বিরুদ্ধে।

মঙ্গলবার দুপুরে যুব তৃণমূল জেলা সভাপতি সৈকত চ্যাটার্জির নেতৃত্বে একটি বিশাল মিছিল আসে জলপাইগুড়ি ডিবিসি রোডে অবস্থিত বিজেপি জেলা কার্যালয়ের সামনে। এরপর সেই মিছিল থেকে কয়েক জন তৃণমূল কর্মী বেরিয়ে এসে বিজেপি–র জেলা কার্যালয়ে ঢুকে হামলা চালান বলে অভিযোগ। যদিও এদিন তৃণমূল কর্মীদের আটকানোর চেষ্টা করে পুলিশ বাহিনী। কিন্তু তাদের ঠেলে গেটের ভেতরে ঢুকে যান তৃণমূল কর্মীরা বলে জানা গিয়েছে। হামলা চালিয়ে ফ্লেক্স, ফেস্টুন ইত্যাদি ছিঁড়ে দেয় বলে অভিযোগ।

ঘটনায় বিজেপি নেতা শ্যাম প্রসাদ অভিযোগ করে বলেন, ‘‌এটা তৃণমূলের কালচার। কারণ তাদের নেত্রী মমতা ব্যানার্জি বিধানসভা ভাঙচুর করে ক্ষমতায় এসেছেন। আজকে পুলিশ জানত বিজেপির উপর হামলা হবে। কারণ পুলিশ নিজে আমাকে এখান থেকে চলে যেতে বলেছিল। পুলিশ কোনও ব্যাবস্থা নেয়নি। এভাবে বিজেপিকে আটকানো যাবে না। আসন্ন পৌর নির্বাচনে বিজেপি জলপাইগুড়ি পৌরসভা দখল করবে।’‌

ঘটনায় তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে যুব তৃণমূল জেলা সভাপতি সৈকত চ্যাটার্জি বলেন, ‘‌আজ আমাদের কয়েক জন সদস্যকে বিজেপি অফিস থেকে টিপ্পনি কাটা হয়েছিল। তাই কয়েক জন ঢুকতে গিয়েছিল। আমি আটকে দিয়েছি। বিজেপির জেলা কার্যালয় বলে কিছু নেই। অন্যের জমি দখল করে কার্যালয় বানিয়েছিল। এখন তা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়েছে।’‌

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button