টলিউড

বর্ষায় বেহাল ঘাটাল, এলাকা পরিদর্শনে যাচ্ছেন সাংসদ Dev

Dev : বর্ষায় বেহাল ঘাটাল, এলাকা পরিদর্শনে যাচ্ছেন সাংসদ Dev - West Bengal News 24

নিজের কেন্দ্রে বরাবরই সক্রিয় মুডে দেখা যায় সাংসদ দেবকে (dev)। করোনা আবহে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া থেকে শুরু করে, জুন মাসে DVC ব্যারেজ থেকে জল ছাড়ায় তৈরি হওয়া বন্যা পরিস্থিতি- সবক্ষেত্রেই নিজের কেন্দ্র ঘাটালবাসীর (ghatal) পাশে থাকতে দেখা গেছে অভিনেতা দেবকে।

তবে সূত্রের খবর বুধবার ঘাটালের উদ্দেশে রওনা দেবেন দেব। টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে ঘাটালের একাধিক এলাকা। কিছু জায়গায় জল কমলেও, দাসপুর, চন্দ্রকোণায় এখনও সমস্যায় রয়েছেন মানুষজন। তাই নিজের কেন্দ্রের এলাকাবাসীর সাহায্যে এবার আগামীকালই ঘাটালের উদ্দেশ্যে রওনা দেবেন দেব।

কয়েকদিনের টানা বৃষ্টির জেরে এখনও বেশকিছু এলাকা জলমগ্ন রয়েছে ঘাটালে। বৃষ্টি কমে গেলেও, রাস্তার জল না সরায় যোগাযোগ সমস্যা ব্যাহত হয়েছে বেশকিছু জায়গায়। তারউপর চাপ কল জলের মধ্যে ডুবে থাকার কারণে, পানীয় জলেরও সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জলের পাউচ দেওয়া হলেও, তাতেও সমস্যা মিটছে না বলেই জানা গিয়েছে।

আবার ঘর বাড়ি জলের তলায় থাকার কারণে, কিছু কিছু এলাকায় বাড়ির ছাদে ত্রিপল টানিয়ে রয়েছেন বেশ কিছু মানুষ। এলাকার বছর ৪৫-র চম্পা দোলই ঘর ছেড়ে দুই ছেলেকে নিয়ে ঘাটাল চন্দ্রকোণা রাজ্য সড়কের শ্যামপুরেে এক তিন চাকার ইঞ্জিন ভ্যানে দিন কাটাচ্ছেন। একই পরিস্থিতিতে রয়েছেন বছর ৪০-র রবি সিং ও তাঁর স্ত্রী ঝুম্পা। তিন ছেলে-মেয়েকে নিয়ে আশ্রয় নিয়েছেন ট্রাক্টরের উপর। এই পরিস্থিতিতে এলাকাবাসীর দুঃখ দুর্দশা দূর করতে আগামীকালই সেখানে যাচ্ছেন তৃণমূল সাংসদ দেব।

সূত্র : বাংলা হান্ট

আরও পড়ুন ::

Back to top button