রাজ্য

মমতাকে ফোন মোদীর, বন্যা পরিস্থিতি নিয়ে সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

মমতাকে ফোন মোদীর, বন্যা পরিস্থিতি নিয়ে সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর - West Bengal News 24

প্রবল বৃষ্টির জেরে ভেসে গিয়েছে পশ্চিমবঙ্গে বিস্তীর্ণ এলাকা। বৃষ্টি থামলেও বহু জায়গায় জল নামেনি। যার জেরে বেকায়দায় পড়েছেন সেখানকার মানুষ।

বন্যা দুর্গত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন হেলিকপ্টরে করে এলাকা পরিদর্শনের কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তবে খারাপ আবহাওয়া এবং থেকে থেকে বৃষ্টিপাতের জেরে সেই পরিদর্শন বাতিল করা হয়েছে।

এরই মাঝে মুখ্যমন্ত্রীকে নবান্নে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানান, বাংলার বন্যা পরিস্থিতির উপর নজর রয়েছে কেন্দ্রের। রাজ্যকে সাহায্যের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

গত কয়েকদিনের বৃষ্টির জেরে জলমগ্ন রাজ্যের একাধিক জেলার বিস্তীর্ণ এলাকার। ক্ষতিগ্রস্ত হাওড়া, হুগলি, মেদিনীপুর। বন্যার কবলে পড়ে কয়েক হাজার মানুষ ঘরছাড়া বা জলে আটক।

এই পরিস্থিতিতে আজ রাজ্যের বন্যা পরিস্থিতির বিষয়ে বিশদে জানতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খোঁজখবর নেন বন্যা কবলিত এলাকার বিষয়ে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি।

সূত্র : হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন ::

Back to top button