রাজ্য

বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ, একদিনে আক্রান্ত ৮২৬ জন

West Bengal Corona Update : বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ, একদিনে আক্রান্ত ৮২৬ জন - West Bengal News 24

রাজ্যে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে শনাক্তের সংখ্যা। তবে স্বস্তি মিলেছে, পজিটিভিটির হারে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৫৭ শতাংশে। নতুন করে একদিনে আক্রান্ত হয়েছেন ৮২৬ জন। আর প্রাণ হারিয়েছেন ১০ জন। পাশাপাশি মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮৩৮ জন। তবে মঙ্গলবার করোনায় মৃত্যুহীন দিন পার করা উত্তর ২৪ পরগনায় একদিনেই চার জন প্রাণ হারিয়েছেন। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় একজন করে মারা গিয়েছেন।

বুধবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় ৫২ হাজার ৪৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত ১ কোটি ৫৯ লক্ষ ৩ হাজার ৩১৯টি নমুনা পরীক্ষা করা হলো। নয়া নমুনা পরীক্ষায় ৮২৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

এ নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৩০ হাজার ৮৫০ জনে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৫৭ শতাংশে। পাশাপাশি মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন ১০ জন। যার ফলে রাজ্যে এখনও পর্যন্ত করোনার বলি হলেন ১৮ হাজার ১৮০ জন।’

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘রাজ্যে দৈনিক আক্রান্তের চেয়ে দৈনিক সুস্থতার সংখ্যা বেশি। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮৩৮ জন। এ নিয়ে করোনাকে হারিয়ে রাজ্যে মোট সুস্থ হয়ে উঠলেন ১৫ লক্ষ এক হাজার ৯২৫ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ১১ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ২২টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৪৫ জনে।’

উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের সংখ্যা ফের একশোর গণ্ডি ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৬ জন। কলকাতায় আরও ৭৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। রাজ্যে সংক্রমণের নিরিখে তৃতীয়স্থানে রয়েছে দার্জিলিং। ওই জেলায় গত ২৪ ঘন্টায় আরও ৬৪ জন আক্রান্ত হয়েছেন।

সূত্র : এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button