বিচিত্রতা

হেয়ার স্টাইলেই যাবে চেনা, বিবাহিত না কুমারী?

হেয়ার স্টাইলেই যাবে চেনা, বিবাহিত না কুমারী?

সেন্ট্রাল মিয়ানমারের প্রত্যন্ত গ্রাম ইয়াই পোতে গাই। এই গ্রামে গেলে আপনি দেখবেন মেয়েদেরভিন্ন রকমের হেয়ার স্টাইল। আর এই হেয়ার স্টাইল দেখেই আপনি তাদের বয়স ও পারিবারিক জীবন সম্পর্কে ধারণা পেতে পারবেন।

এই হেয়ার স্টাইল তাদের ঐতিহ্যের অংশ। গত ২শ বছর ধরে এই গ্রামের বাসিন্দারা এভাবে চুল কাটছেন। যা দেখে বোঝা যায়, কোন মেয়েরা বিবাহিত এবং আর কারা কুমারী। অর্থাৎ আপনি কোন মেয়েদের সঙ্গে ডেটিং করতে পারবেন।

অবিবাহিত মেয়েরা চুলগুলো মাথার ওপরে তুলে একটা পনিটেল বা খোঁপা করে তাতে ফুল গুঁজে দেয়। আর বিবাহিত নারীরা মাথার পিছনে নিয়ে বিনুনি বা খোঁপা করে থাকেন। গত বছর গ্রামে একটি নতুন সড়ক তৈরি হয়েছে। ফলে ওই গ্রামের সঙ্গে শহরের যোগাযোগ বেড়েছে। কিন্তু এই গ্রামের মেয়েরা শহরে বেড়াতে গেলে সেখানকার লোকজন তাদের হেয়ার স্টাইল নিয়ে হাসাহাসি করে। কিন্তু তাই বলে তারা তাদের ঐতিহ্যগত হেয়ার স্টাইল বদলে ফেলবে এমনটি ভাবার কোনো কারণ নেই।

অবিবাহিত ও বিবাহিত মেয়েদের আলাদা করার এই হেয়ার স্টাইল আরো বহু বছর টিকে থাকবে বলেই এই গ্রামের বাসিন্দাদের ধারণা।

আরও পড়ুন ::

Back to top button