Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
উঃ ২৪ পরগনা

ভ্যাকসিন না পেয়ে অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পাল্টা লাঠিচার্জ, ধুন্ধুমার অশোকনগরে

ভ্যাকসিন না পেয়ে অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, পাল্টা লাঠিচার্জ, ধুন্ধুমার অশোকনগরে - West Bengal News 24

ভ্যাকসিন পাওয়া নিয়ে কমছেনা রাজ্যবাসীর ভোগান্তি। কোথাও রাত থেকে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন নিতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে তো কোথাও অনলাইনে স্লট বুকিং করে স্বাস্থ্যকেন্দ্রে গিয়েও পাওয়া যাচ্ছেনা ভ্যাকসিন। আজ এরকমই ঘটনার স্বাক্ষী থাকলো উত্তর ২৪ পরগণার অশোকনগর। ভ্যাকসিন না পেয়ে ভ্যাকসিনের দাবিতে রাস্তা অবরোধ করেন সাধারণ মানুষ।

জানা যায়, কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত হওয়া সত্ত্বেও দূর-দূরান্ত থেকে আসা মানুষরা ভ্যাকসিন পান নি। অশোকনগর কল্যাণগড় পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মাতৃ সদনের পাশেই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সকাল থেকে লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন পান নি অনেকেই, এমনটাই অভিযোগ। যদিও পৌরসভার তরফে জানানো হয়েছে আজকে ২০০ জনকে যাদের ফোন করে ডাকা হয়েছে একমাত্র তাদেরই আজকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই দাবি অবশ্য মানতে রাজি নন বাইরে থেকে যারা এসেছেন তারা।

এই ঘটনার প্রতিবাদে এবং ভ্যাকসিনের দাবিতে স্বাস্থ্যকেন্দ্রের সামনে রাস্তা অবরোধেও সামিল হন তারা। এর জেরে এলাকায় দফায় দফায় উত্তেজনা ছড়ায়। অবরোধ তুলতে আসে অশোকনগর থানার পুলিশ। বাসিন্দাদের দাবি, অবরোধ তুলতে এসে পুলিশ লাঠিচার্জ করে। রেহাই পাননি বয়স্করাও, বলে অভিযোগ। দুজনকে আটকও করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। এদিকে ভ্যাকসিন নিতে এসে এভাবে বিপাকে পড়তে হবে তা একেবারেই ভাবেননি কেউই।

এই বিষয় তারা জানান, ‘অনলাইনে বুকিং করে এসেছি। অনলাইনে ঠিকানা দিয়েছে। এখানে আসার পর বলা হচ্ছে তারা অনলাইন মানেন না।’ কেউ কেউ আরও অভিযোগ করেন যে, ‘এখানে ফোন করে করে তাদের পরিচিতদের ডেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।

এই স্বাস্থ্যকেন্দ্রে কেউ জানেই না অনলাইন বুকিং সম্বন্ধে বলেও অভিযোগ করেন অনেকেই। পাশাপাশি অনেকেরই অভিযোগ বহুদিন ধরে এসে ফিরে গেলেও ভ্যাকসিন পাচ্ছেন না তারা। আর আজ এই সব বিষয়কে কেন্দ্র করে রীতিমত উত্তপ্ত হয়ে ওঠে উত্তর ২৪ পরগণার অশোকনগর।

সুত্র : প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button