জাতীয়

সাবধান! পুরনো নোট বা কয়েন বিক্রি করেছেন? অজান্তেই পড়তে পারেন বিপদে, সতর্ক করল RBI

সাবধান! পুরনো নোট বা কয়েন বিক্রি করেছেন? অজান্তেই পড়তে পারেন বিপদে, সতর্ক করল RBI - West Bengal News 24

পুরনো কয়েন ও নোট বিক্রির করতে গিয়ে অনেকেই প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ। এর পরই নড়েচড়ে বসে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।

অনলাইন ও অফলাইনে যারা পুরনো কয়েন ও নোট বিক্রি করছেন,তাদের সতর্ক করল RBI

সাবধান! পুরনো নোট বা কয়েন বিক্রি করেছেন? অজান্তেই পড়তে পারেন বিপদে, সতর্ক করল RBI - West Bengal News 24

বুধবার RBI বিজ্ঞপতি দিয়ে জানিয়েছে, পুরনো টাকা বা কয়েন নিয়ে একদল প্রতারক বা অসাধু ব্যবসায়ী অনলাইন ও অফলাইন প্ল্যাটফর্মে জালিয়াতির ব্যবসা ফেঁদেছে।

এমনকি ওই প্ল্যাটফর্মে পুরনো নোট ও কয়েন বিক্রির জন্য কেন্দ্রীয় ব্যাঙ্কের নাম ও লোগো ব্যবহার করছে।

বেশ কিছু অসাধু ব্যবসায়ী কেন্দ্রীয় ব্যাঙ্কের নাম ও লোগো নিয়ে প্রতারণার জাল তৈরি করেছে । সেই বিষয়ে অ্যালার্ট জারি করা হল।

সুত্র : ক্যলকাটা নিউজ

আরও পড়ুন ::

Back to top button