ক্রিকেট

তরুণদের থেকে শেখা উচিত কোহলির : রমিজ রাজা

IND vs ENG : তরুণদের থেকে শেখা উচিত কোহলির : রমিজ রাজা - West Bengal News 24

ইংল্যান্ড সফরের শুরুটা একদমই ভালো হয়নি বিরাট কোহলির। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে প্রথম বলেই সাজঘরে ফিরে গেছেন ভারতীয় অধিনায়ক। জিমি এন্ডারসনের করা অফস্ট্যাম্পের বাইরের বলে আউটসাইড এজ হয়ে উইকেটের পেছনে ধরা পড়েছেন তিনি।

এ নিয়ে পঞ্চমবার গোল্ডেন ডাকের শিকার হলেন কোহলি। আর সবমিলিয়ে অধিনায়ক হিসেবে শূন্য রানে আউট হলেন ৯ বার। যা ভারতের যেকোনো অধিনায়কের মধ্যে সর্বোচ্চ। কোহলির এমন পারফরম্যান্সের দিন বিপদে পড়েছে ভারতও। এরই মধ্যে ১২৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে ভারত।

এমন অবস্থায় কোহলির জন্য পরামর্শ নিয়ে হাজির হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার রমিজ রাজা। তার মতে, গ্রেট ব্যাটসম্যানরাও মাঝেমধ্যে তরুণদের কাছ থেকে শেখে। তেমনিভাবে লোকেশ রাহুলের কাছ থেকেও কোহলির শেখা উচিত।

কোহলির গোল্ডেন ডাকে আউট হওয়ার দিন ভারতের হাল ধরে রেখেছেন উদ্বোধনী ব্যাটসম্যান লোকেশ রাহুল। তিনি এখনও পর্যন্ত অপরাজিত রয়েছেন ১৫১ বলে ৫৭ রানের ইনিংস খেলে। রমিজ মনে করেন, কোহলিরও উচিত রাহুলের মতো সফট হ্যান্ডে ব্যাটিং করা।

নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিওবার্তায় রমিজ বলেছেন, ‘যখন লোকেশ রাহুল ব্যাটিং করছিল, তখন তার খেলায় একটা পরিপূর্ণ ধারাবাহিকতা ছিল। সে বলের কাছাকাছি যাচ্ছিল, নিজের অফস্ট্যাম্প সম্পর্কে পরিষ্কার ধারণা ছিল। এসব কন্ডিশনে এভাবেই ব্যাটিং করতে হয়।’

তিনি আরও যোগ করেন, ‘কখনও কখনও গ্রেট ব্যাটসম্যানরাও তাদের জুনিয়রদের কাছ থেকে নতুন কিছু শেখে। কোহলিও রাহুলের কাছ থেকে সফট হ্যান্ডে ব্যাটিংয়ের বিষয়টি শিখতে পারে। সামনের ম্যাচগুলোতে কোহলির অবশ্য হার্ড হ্যান্ডে খেলা উচিত হবে না। তাকে উইকেটে গিয়ে সময় দিতে হবে।’

কোহলি সাজঘরে ফেরার ঠিক আগের বলে আউট হয়েছেন তিন নম্বরে নামা চেতেশ্বর পুজারা। তিনিও অফস্ট্যাম্পের বাইরের বল ব্যাটের কানায় লেগে ধরা পড়েছেন উইকেটরক্ষক জস বাটলারের হাতে। রমিজের মতে, ফুটওয়ার্কে দুর্বলতা ছিল পুজারার।

তিনি বলেছেন, ‘পুজারাকে উইকেটে সাবলীল মনে হয়নি এবং শেষ পর্যন্ত অফস্ট্যাম্পের বাইরের বল কানায় লেগে আউট হয়েছে। কোহলিও হার্ড হ্যান্ডে গিয়ে আউট হয়েছে। দুটি ডেলিভারিই অনেক ভালো ছিল। তবে পুজারার ফুটওয়ার্ক দুর্বল ছিল। সে পিচে আটকে থেকে আউট হচ্ছে প্রায়ই। তার উচিত সামনের পায়ে খেলা।’

আরও পড়ুন ::

Back to top button