জাল সংশাপত্র দেখিয়ে ডাক বিভাগে আবেদন, ১৫ চাকরিপ্রার্থীর বিরুদ্ধে এফআইআর
সরকারি পদের জন্য ভুয়ো নথি দাখিল করে আবেদন করার চাঞ্চল্যকর ঘটনা সামনে এল মালদা জেলার বুকে। সেখানে সম্প্রতি জেলা ডাক ডিভিশনে গ্রামীণ ডাক সেবক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়। শতাধিক শূন্যপদের জন্য এই বিজ্ঞপ্তি জারি করা হয়। কয়েকশো আবেদনকারী এই পদের জন্য প্রয়োজনীয় নথি জমা দেন।
সেই আবেদনপত্র ও তার সঙ্গে দেওয়া নথি পরীক্ষা করতেই চোখ কপালে ওঠে ডাক বিভাগের আধিকারিকদের। দেখা যায়, ১৫ জন আবেদনকারী তাদের আবেদনপত্রের সঙ্গে যে নথি দিয়েছেন তার বেশির ভাগই জাল। আর এই বিষয়টি সামনে আসতেই এখন শোরগোল পড়ে গিয়েছে মালদা জেলা জুড়ে। অনেকেই মনে করছেন এর পিছনে কোনও চক্র কাজ করছে। ঘটনার জেরে ওই ১৫জন আবেদনকারীর বিরুদ্ধে ইংরেজবাজার থানায় এফআইআর দায়ের করেছেন ডাক বিভাগের আধিকারিকেরা।
এই প্রসঙ্গে মালদা ডাক বিভাগের সুপার জগদীশ সিংহ জানিয়েছেন, ‘ডাক বিভাগে কয়েকটি পদে নিয়োগের জন্য আবেদনপত্র জমা পড়ার পরে ১৫ জনের নথি দেখে আমাদের সন্দেহ হয়। আমরা সংশ্লিষ্ট বোর্ডের সঙ্গে যোগাযোগ করি। তারা জানায় ওই নথিগুলি জাল।
তার পরেই আমরা বিষয়টি লিখিত আকারে মালদা জেলা পুলিশের সুপারকে জানাই। ওই ১৫ জন আবেদন করার পরে আর যোগাযোগ করেননি। আমরা নিয়ম অনুযায়ী পদক্ষেপ করব।’ ঘটনাটি নিয়ে পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ১৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আমরা তদন্ত করে দেখব। দোষ প্রমাণিত হলে তাদের গ্রেফতার করা হবে। এর পিছনে অন্য কোনও চক্র রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’
উল্লেখ্য দিন ১০-১২ আগেই মালদা জেলা থেকে নির্বাচিত রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের সই জাল করে চতুর্থ শ্রেণিতে নিয়োগে সুপারিশের ঘটনা সামনে এসেছিল। সেই ঘটনায় রীতিমত স্তম্ভিত হয়ে গিয়েছি সবাই। তার পরে পরেই মালদা ডিআই(প্রাইমারি)-এর সই করা জাল নিয়োগপত্র বিলি ও তা দেখিয়ে যোগদান করতে আসার ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ফের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলা জুড়ে।
সুত্র : এই মুহুর্তে