উঃ ২৪ পরগনা

আবার ধাক্কা খেল বিজেপি, পদত্যাগ করলেন বনগাঁ সংখ্যালঘু মোর্চার সভাপতি

আবার ধাক্কা খেল বিজেপি, পদত্যাগ করলেন বনগাঁ সংখ্যালঘু মোর্চার সভাপতি - West Bengal News 24

২০১৯ সালে তৃণমূল থেকে যোগ দিয়েছিলেন বিজেপিতে। ‘নিজের ঘরে’ ফেরার ইঙ্গিত দিয়ে বনগাঁ সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন খালেক বিশ্বাস (Khalek Biswas)। জেলা সভাপতির কাছে পাঠিয়ে দিয়েছেন নিজের ইস্তফাপত্র। তাঁর দাবি, বিজেপির সাম্প্রতিক কাজকর্ম নিয়ে ক্ষোভের কারণে দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

২০১৯ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন খালেক বিশ্বাস (Khalek Biswas)। ২ বছর যেতে না যেতেই মোহভঙ্গ হল তাঁর। পুরনো দলে কি ফিরে যাচ্ছেন? তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য,’আমরা রাজনৈতিক লোক। রাজনীতি হয়তো বা করব। সম্মানের জায়গা পেলে ভেবে দেখব। এখনও কিছু ভাবিনি।’

বনগাঁর সংখ্যালঘু মোর্চার সভাপতির ইস্তফা প্রসঙ্গে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর গোপাল শেঠ জানান,’এটা নতুন কিছু নয়। রাজ্যজুড়ে বিজেপিতে আর কেউ থাকতে চাইছে না। কিছু লোক নিজেদের স্বার্থে বিজেপিতে গিয়েছিল। বিজেপি আর এ রাজ্যে ক্ষমতায় আসবে না। সে কারণে তাঁরা আর বিজেপিতে থাকতে চাইছেন না।’

সুত্র : ২৪ ঘন্টা

আরও পড়ুন ::

Back to top button