রাজ্য

রাজ্যে এল কোভিশিল্ডের সাড়ে ৩ লক্ষ ডোজ, পর্যাপ্ত নয়, জানাল স্বাস্থ্যদফতর

রাজ্যে এল কোভিশিল্ডের সাড়ে ৩ লক্ষ ডোজ, পর্যাপ্ত নয়, জানাল স্বাস্থ্যদফতর - West Bengal News 24

রাজ্যে এল কোভিশিল্ডের সাড়ে ৩ লক্ষ ডোজ ভ্যাকসিন। শনিবার বিকেলে কলকাতা আসে ওই ভ্যাকসিন। স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই টিকা পর্যাপ্ত নয়। তবে আপাতত কিছুদিন কোভিশিল্ড টিকাকরণ চালানো যাবে।

কলকাতা পুরসভা এলাকাগুলিতে শুক্রবার বন্ধ ছিল কোভিশিল্ড টিকাকরণ। তা ফের চালু করা যেতে পারে বলেও মনে করা যাচ্ছে। কোভিশিল্ডের সরবরাহ ভালই ছিল। গত কয়েকমাস ধরে কলকাতা ছাড়া জেলাতেও খুব সহজেই মিলেছে কোভিশিল্ড। তবে সেই টিকার ঘাটতি দেখা দেয় গত শুক্রবার থেকে।

ফলে অনেকেরই কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাচ্ছেন না। কলকাতা পুরসভার অভিযোগ, কেন্দ্র কম টিকা পাঠাচ্ছে রাজ্যে। সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।

সূত্রের খবর, কোভিশিল্ড ও কোভ্যাক্সিন মিলিয়ে এই মুহূর্তে রাজ্যে প্রায় ১৭ লক্ষ ভ্যাকসিন মজুত রয়েছে। পাশাপাশি কোনও ভ্যাকসিন যাতে নষ্ট না হয় সেই জন্য শীততাপ নিয়ন্ত্রিত গাড়িতে ভ্যাকসিন নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই ভ্যাকসিনগুলি বাগবাজারে সেন্ট্রাল ফ্যামিলি ওয়েলফেয়ার স্টোরে মজুত করা হবে।

সুত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button