রাজ্য

বাংলার জন্য আরও বেশী ভ্যাকসিন চাই! এ বার মোদীকে চিঠি লিখলেন অধীর

Adhir Ranjan Chowdhury : বাংলার জন্য আরও বেশী ভ্যাকসিন চাই! এ বার মোদীকে চিঠি লিখলেন অধীর - West Bengal News 24

পশ্চিমবঙ্গের আরও অনেক বেশী ভ্যাকসিন প্রয়োজন, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে আবেদন জানালেন কংগ্রেসের লোকসভার সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি এই চিঠিতে আরও বলেছেন যে ঘন জনসংখ্যার কারণে এখনও পশ্চিমবঙ্গে কোভিড সংক্রমণ বৃদ্ধির একটা আশঙ্কা আছে।

পাশাপাশি তিনি চিঠিতে লেখেন “আমি যতদূর জানি ২ রা অগস্ট পর্যন্ত ৩,০০,৬৫,৮৪৫ জনকে রাজ্যে টিকা দেওয়া হয়েছে। সেখানে রাজ্যের জনসংখ্যা প্রায় ১০ কোটি অর্থাত্‍ এখনও ৭০ শতাংশ বাংলার মানুষ এখনও টিকা পাননি।”

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে কেন্দ্রের কাছে বাড়তি ভ্যাকসিনের জন্য দাবী করে চলেছেন। সম্প্রতি দিল্লী সফরে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মোদীর সাথে দেখা করেও তিনি আবেদন জানান রাজ্যে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন দেওয়ার জন্য।

অন্যদিকে, রাজ্যের বিরোধী দল বিজেপির তরফে বারবার অভিযোগ আনা হচ্ছে যে রাজ্যকে যে পরিমাণ ভ্যাকসিন দেওয়া হয়েছে তার সত্‍ব্যবহার করেনি রাজ্য।

ভ্যাকসিনের বন্টন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের সাথে রাজ্যের সংঘাত জারি আছে। এর মধ্যে অধীরের এই চিঠিতে কতদূর কাজ হয় সেটাই দেখার।

সুত্র : প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button