কলকাতা

কলকাতা পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা, ধৃত দমদমের যুবক

কলকাতা পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা, ধৃত দমদমের যুবক - West Bengal News 24

খোদ কলকাতা পুরসভার সদর দফতরে ধরা পড়ল প্রতারক চক্রের এক পাণ্ডা। অমিতাভ বোস নামে বছর ৩৫-এর এই যুবক দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতা পুরসভায় চাকরি করে দেওয়ার নাম করে অগ্রিম প্রায় ৩৫ জনের থেকে ১০ হাজার টাকা করে নেয় সে।

টাকা নিয়ে চাকরি দেওয়ার নাম করে আরও অনেকের কাছ থেকে এভাবে প্রচুর টাকা নিয়েছে অমিতাভ। এদিন অর্চনা ধর ও সমীর সাধুখা নামে দু’জনকে পুরসভায় চাকরিতে জয়েন করানোর জন্য ডেকে পাঠায় অমিতাভ বোস। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই পুরসভার কর্তব্যরত কর্মী ও পুলিশরা তাকে ধরে ফেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, তাদের একটি চক্র আছে যার সঙ্গে যুক্ত রয়েছে আরও কয়েকজন ব্যক্তি। ধৃত অমিতাভ বোসের কথা অনুযায়ী দমদম ক্যান্টনমেন্টের গোরা বাজারের বাসিন্দা রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মী দীপেন রায় চৌধুরী এবং সোনার পুরের বাসিন্দা প্রণয় বোস নামে দুই ব্যক্তি এই চক্রের সঙ্গে যুক্ত।

ধৃত অমিতাভ বোস এই চক্রের একজন এজেন্ট হিসাবে কাজ করতো বলে জানিয়েছে। পুলিশ ধৃত প্রতারণার দায়ে অভিযুক্ত অমিতাভ বোসকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে।

এরই মধ্যে শহর কলকাতা জুড়ে প্রতারণা চক্রের বাড়বাড়ন্ত নিয়ে সরব হয়েছেন কলকাতা পুরসভার বর্তমান প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম। গত শনিবার ‘টক টু কেএমসি’ অনুষ্ঠানে প্রকাশ্যে এ ধরণের প্রতারকদের চিহ্নিত করে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়েছিলেন মানুষের কাছে। তিনি এটাও স্পষ্ট করে দিয়েছিলেন যে, ‘কোনও প্রতারণা চক্রের বা দালাল চক্রের মাধ্যমে কলকাতা পুরসভা চাকরি পাওয়া যায় না। কলকাতা পুরসভা চাকরি পাওয়ার ক্ষেত্রে মিউনিসিপাল সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পেতে হয়।’

সুত্র : কলকাতা টিভি

আরও পড়ুন ::

Back to top button