রাজনীতিরাজ্য

মুখ্যমন্ত্রী আদিবাসী দিবসে নাচছেন, আর তাঁর লোকেরাই কিশোর মান্ডিকে খুন করেছে: শুভেন্দু

Suvendu Adhikari : মুখ্যমন্ত্রী আদিবাসী দিবসে নাচছেন, আর তাঁর লোকেরাই কিশোর মান্ডিকে খুন করেছে: শুভেন্দু - West Bengal News 24

বিশ্ব আদিবাসী দিবস। ঝাড়গ্রামের অনুষ্ঠান থেকে আদিবাসীদের জন্য সরকারের নানা উদ্য়োগের কথা জানিয়েছেন মুখ্য়মন্ত্রী। আদিবাসীদের জমি কোনওভাবেই হস্তান্তর করা যাবে না এব্যপারে সরকার আইন প্রণয়ন করেছে, একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে সেই ঝাড়গ্রাম থেকেই আদিবাসীদের কথা তুলে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

বিজেপি সূত্রে খবর ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মী কিশোর মাণ্ডিকে খুন করা হয়েছিল বলে অভিযোগ তোলা হয়েছিল। সোমবার আদিবাসী দিবসে সেই প্রসঙ্গই ফের সামনে আনলেন তিনি। কিশোরের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি। পাশাপাশি প্রয়াত বিজেপি কর্মী কিশোর মাণ্ডির সন্তানের পড়াশোনার দায়িত্ব দল নেবে বলেও তিনি আশ্বাস দেন। কিশোরের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শুভেন্দু বলেন, ‘একদিকে বিশ্ব আদিবাসী দিবসে মুখ্যমন্ত্রী নাচছেন। আর দেখুন তাঁর দলের লোকেরাই কিশোর মাণ্ডিকে খুন করেছে।’

তবে শুধু এখানেই থেমে থাকেননি তিনি। বিশ্ব আদিবাসী দিবসে পশ্চিম মেদিনীপুরের ডেবরার ডুঁয়াতে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিজেপি নেতৃত্ব হাজির ছিলেন। কারা এখনও টিকা পাননি সেব্যাপারেও খোঁজ নেন শুভেন্দু। পাশাপাশি তিনি বলেন, ‘আদিবাসীদের শিক্ষা ব্যবস্থায় অগ্রাধিকার দিতে হবে সব সরকারকে।’

সূত্র : হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন ::

Back to top button