হাতির উৎপাতে চীনে দেড় লাখ মানুষ স্থানান্তরিত
চীনের একটি এলাকা থেকে অন্তত দেড় লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। ওই এলাকায় একদল বন্য হাতির চলাফেরা থাকায় দুর্ঘটনা এড়াতে তাদের সরিয়ে নেয়া হয়। চীনের কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এ খবর জানিয়েছে।
গত কয়েক মাস ধরে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ১৪টি এশীয় হাতিকে ঘুরাফেরা করতে দেখা যাচ্ছে। হাতিগুলো স্থানীয় লোকজনের ওপর হামলা চালাতে পারে – এমন শঙ্কা থেকে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। তারই ভিত্তিতে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, ২৫ হাজারের বেশি পুলিশ গাড়ি এবং ড্রোন নিয়ে এ হাতির পালের গতিবিধি পর্যবেক্ষণ করছেন।
ইউনান প্রদেশের এক সংরক্ষিত এলাকায় এ হাতিগুলোকে ১৭ মাস আগে ছাড়া হয়েছিল। তখন থেকেই এরা আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হচ্ছে।
এ হাতির পাল ওই সংরক্ষিত এলাকা ছেড়ে দলবেধে অন্য স্থানগুলোতে ঘুরে বেড়াচ্ছে। তারা এরইমধ্যে ৩০০ মাইলের বেশি পথ পাড়ি দিয়েছে। আর এ পথ পাড়ি দিতে গিয়ে পার হয়েছে মাঠ, শহর-বন্দর। কোটি কোটি টাকা মূল্যে বহু খেতের ফসল নষ্টও করেছে তারা।