ক্রিকেট

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ ছেড়ে আইপিএল খেলবেন উইলিয়ামসনরা, ক্ষুব্ধ প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম

Inzamam-ul-Haq : পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ ছেড়ে আইপিএল খেলবেন উইলিয়ামসনরা, ক্ষুব্ধ প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম - West Bengal News 24

আসন্ন অক্টোবর মাসে টি টোয়েন্টির মহারণ। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের সঙ্গে খেলে প্রস্তুতি নিতে চাইছে পাকিস্তান। কিন্তু কিউয়ি বোর্ড তাদের প্রধান ৭ ক্রিকেটারকেই ছেড়ে দিয়েছে আইপিএলের দ্বিতীয় পর্বের জন্যে। গোটা ব্যাপারটাতে ব্যাপক চটেছেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক। নিজের ইউটিউব চ্যানেলে তোপ দেগেছেন আইসিসির বিরুদ্ধে।

অক্টোবরে আরব আমিরশাহিতে আয়োজিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ, তার আগে উপমহাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড। পাকিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলে প্রস্তুতি সারবে কিউয়িরা। প্রস্তুতির অধীর অপেক্ষায় পাকিস্তান ও। কিন্তু বিশ্বকাপ স্কোয়াডের সাতজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছেড়ে দিয়ে পাকিস্তান-বাংলাদেশ সফরের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড বোর্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন সহ ৭ জন খেলবেন আইপিএলের দ্বিতীয় পর্বে।

নিউজিল্যান্ড বোর্ডের এমন ‘অবিচারে’ চটেছেন প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম উল হক। গোটা ঘটনাক্রমে আইসিসির নিস্তব্ধতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি। ক্রিকেটাররা আর্ন্তজাতিক সিরিজকে গুরুত্ব না দিয়ে ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে বেশী ব্যস্ত হওয়ায় ভীষন নারাজ ইনজি। জ্বালাটা অবশ্য অন্য জায়গায়। ইনজির খেদ বিশ্বকাপের আগে কোন পূর্নশক্তির দলের বিরুদ্ধেই খেলবার সুযোগ পাচ্ছেনা পাকিস্তান।

যেখানেই তারা যায় প্রতিপক্ষের অধিকাংশ প্রধান ক্রিকেটারদের পাওয়া যায়না। এইতো দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল পাকিস্তান, সেবার প্রোটীয় মূল দলের অধিকাংশই আইপিএলে ব্যস্ত ছিলেন। নিউজিল্যান্ডের পূর্নশক্তির দলের বিরুদ্ধে খেলবেন বলে আশায় ছিলেন বাবর আজমরা। আইপিএলের দাপটে সে আশায় গুড়ে বালি। ইনজির দাবী গোটা ক্রিকেট বিশ্বে এমন ‘বঞ্চনা’ শুধু পাকিস্তানের সঙ্গেই হয়। যে দেশের সঙ্গেই খেলতে যান রিজওয়ানরা, প্রতিপক্ষ দলের অধিকাংশ প্রধান ক্রিকেটাররা অনুপস্থিত থাকেন।

পাকিস্তান ও বাংলাদেশ সিরিজে ব্ল্যাক ক্যাপসদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। ঘটনার এমনই পরিহাস যে টম ল্যাথাম নিউজিল্যান্ডের টি টোয়েন্টি বিশ্বকাপ দলেই জায়গা পাননি। ইনজিদের ক্ষোভ হওয়াটাই স্বাভাবিক।

সূত্র : প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button