আন্তর্জাতিক

৯০ দিনের মধ্যে কাবুল দখল করতে পারে তালেবান

৯০ দিনের মধ্যে কাবুল দখল করতে পারে তালেবান - West Bengal News 24

৩০ দিনের মধ্যে রাজধানী কাবুল বিচ্ছিন্ন করে ফেলতে পারে তালেবান এবং সম্ভবত ৯০ দিনের মধ্যে তারা এটি দখল করে ফেলতে পারে। বুধবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এই আভাস দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানিয়েছেন, তালেবানের দ্রুত অগ্রযাত্রার মধ্যে কাবুল কত দিন টিকে থাকতে পারবে সে বিষয়ে নতুন করে পর্যালোচনা হয়েছে।

অবশ্য তিনি বলেছেন, ‘এটা কিন্তু চূড়ান্ত কিছু নয়।’ কারণ আফগান নিরাপত্তা বাহিনী কঠোর প্রতিরোধের মাধ্যমে এই সময়কে আরও পিছিয়েও দিতে পারে বলে জানান তিনি।

চলতি মাসেই আফগানিস্তান থেকে নিজেদের সব সেনাকে প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ওয়াশিংট সাফ জানিয়েছে, তালেবানের বিরুদ্ধে লড়াই কাবুলের নিজস্ব ব্যাপার। তারা সেনা দিয়ে আফগানিস্তানকে কোনোভাবেই সহযোগিতা করবে না। আর তালেবানও যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি দিয়েছে, তারা কোনো বিদেশি সেনার ওপর হামলা চালাবে না।

আরও পড়ুন ::

Back to top button