জাতীয়

গণতন্ত্রের উপর হামলা, ভারতীয় রাজনীতির সংজ্ঞা নির্ধারণ করছে টুইটার, তোপ রাহুলের

Rahul Gandhi : গণতন্ত্রের উপর হামলা, ভারতীয় রাজনীতির সংজ্ঞা নির্ধারণ করছে টুইটার, তোপ রাহুলের - West Bengal News 24

রাহুল গান্ধীর টুইটার লক করা হয়েছে প্রায় এক সপ্তাহ আগে। এরপর টুইটার কর্তৃপক্ষ সাময়িকভাবে বন্ধ করে দেয় সর্বভারতীয় কংগ্রেস এবং একাধিক প্রদেশ কংগ্রেসের টুইটার হ্যান্ডল। দলের বেশ কয়েকজন প্রথম সারির নেতার উপরেও নিষেধাজ্ঞার কোপ নেমে এসেছে।

তবে সর্বভারতীয় কংগ্রেসের টুইটার হ্যান্ডল এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এই পরিস্থিতিতে ইনস্টাগ্রাম-সহ অন্য সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছেন কংগ্রেস নেতৃত্ব। টুইটারের উপর কেন্দ্রের শাসকদল বিজেপি-র চাপের অভিযোগও তুলেছেন তাঁরা। কংগ্রেসের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভারতীয় রাজনীতিতে নাক গলাচ্ছে টুইটার। আর তার পিছনে বিজেপি-র মদত রয়েছে।

‘হ্যাশট্যাগ টুইটার বিজেপিসে ডর গ্যয়া’ প্রচারও শুরু হয়েছে। শুক্রবার রাহুল প্রথমবার টুইটার বিতর্কে একটি ভিডিও বিবৃতি দেন। তিনি বলেন, ‘আমার অ্যাকাউন্ট বন্ধ করে ওরা (টুইটার) আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। আমাদের রাজনৈতিক পথ নির্ধারণকে কেন্দ্র করে একটি কোম্পানি তার ব্যবসা ফেঁদেছে। এবং একজন রাজনীতিবিদ হিসেবে আমি তা মেনে নিতে পারি না।’‌

সেই সঙ্গে রাহুল তাঁর বিতর্কিত পোস্ট সম্পর্কে বলেন, ‘যদি সহানুভূতি জানানো অপরাধ হয়, তবে আমি দোষী। যদি ধর্ষিতা ও নিহত বালিকার পরিবারের জন্য লড়াই করা অপরাধ হয়, তবে আমি দোষী।’‌

সুত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button