রাজনীতিরাজ্য

বয়স্কদের বিদায় নিতে হবে পার্টি থেকে, প্রস্তাব সিপিএমের রাজ্য কমিটিতে

বয়স্কদের বিদায় নিতে হবে পার্টি থেকে, প্রস্তাব সিপিএমের রাজ্য কমিটিতে - West Bengal News 24

বাংলা সিপিএমে কি পক্ককেশ যুগের অবসান হতে চলেছে? দলের মধ্যে বয়স বেঁধে দেওয়ার বিষয়ে যখন চূড়ান্ত চর্চা চলছে তখন শুক্রবার দুপুরে কলকাতায় বসে তাত্‍পর্যপূর্ণ মন্তব্য করলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। গতকাল থেকে শুরু হয়েছিল সিপিএমের দু’দিনের রাজ্য কমিটির বৈঠক। এদিন দুপুরে সাংবাদিক বৈঠক করেন সীতারাম। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয়, বাংলা সিপিএমের নেতৃত্বে কি এবার তরুণদের দেখা যাবে? জবাবে সীতারাম বলেন, ‘ইয়ং সিপিএম দেখা যাবে। একটু ধৈর্য ধরুন। দেখতে পাবেন।’

কেন্দ্রীয় কমিটিতেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে আগামী বছর এপ্রিল মাসে কেরলের কান্নুরে পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে। ফলে সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে সিপিএমের শাখা স্তরের সম্মেলন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সীতারাম ইয়েচুরিরা সিদ্ধান্ত নিয়েছেন ৭৫ বছরের ঊর্ধ্বে কেউ কেন্দ্রীয় কমিটিতে থাকবেন না। ফলে বিমান বসু, এস আর পিল্লাইদের বিদায় প্রায় নিশ্চিত। বাংলা সিপিএম গত সম্মেলনেই সিদ্ধান্ত করেছিল, ষাটোর্ধ্ব কাউকে নতুন করে রাজ্য কমিটির সদস্য করা হবে না। এবারও তা কার্যকর থাকছে।

এদিন সীতারাম বলেছেন, কেন্দ্রীয় কমিটিতে আগে সর্বোচ্চ বয়স ছিল ৮০। তা কমিয়ে ৭৫ করা হয়েছে। রাজ্য কমিটিতে সর্বোচ্চ বয়স হবে কেন্দ্রীয় কমিটির কম। আবার জেলা কমিটিতে হবে রাজ্য কমিটির চেয়ে কম। এদিন সাংবাদিক সম্মেলনে সীতারামকে সাংবাদিকরা প্রশ্ন করেন, বয়স কমানোর বিষয়ে সিপিএম এত গুরুত্ব দিয়ে ভাবছে কেন? জবাবে সীতারাম বলেন, ‘এই জন্যই এটা গুরুত্ব দিয়ে ভাবতে হচ্ছে কারণ ‘৪৬-সালের পর এই প্রথম বাংলার বিধানসভায় একজনও কমিউনিস্ট প্রতিনিধি নেই।’

অনেকের মতে, সীতারাম বুঝিয়ে দিয়েছেন বাংলা ইউনিটেই এই বৃদ্ধতন্ত্র জাঁকিয়ে বসেছিল। অন্য রাজ্যে সেই সমস্যা নেই। কেরলে নতুনদের নেতৃত্বে তুলে আনার নিরন্তর অনুশীলন চালায় সিপিএম। বিধানসভার আগেই কেরলের পুর ও পঞ্চায়েত নির্বাচনে প্রায় ৬০ শতাংশ তরুণ মুখকে প্রার্থী করেছিলেন পিনারাই বিজয়নরা। রাজধানী তিরুঅনন্তপুরমের মেয়র করা হয়েছে ২১ বছরের এসএফআই নেত্রী আর্যাকে। সিপিএমের অনেক নেতার কথায়, বাংলা এসব ভাবতেও পারে না।

সুত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button