কলকাতা

কবে কবে মিলবে Covid Vaccine-এর প্রথম ও দ্বিতীয় ডোজ? দিন বেঁধে দিল কলকাতা পুরসভা

কবে কবে মিলবে Covid Vaccine-এর প্রথম ও দ্বিতীয় ডোজ? দিন বেঁধে দিল কলকাতা পুরসভা - West Bengal News 24

তৃতীয় ঢেউয়ের আগে শহরের প্রত্যেক নাগরিকের দুটি ডোজই সম্পূর্ণ করতে চাইছে কলকাতা পুরসভা। আর এবার সেই কারণেই প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের দিন নির্দিষ্ট করে দিল পুরসভা। এবার থেকে একদিন প্রথম এবং অপর দিন দ্বিতীয় ডোজের টিকাকরণ চলবে কলকাতা ২০৪টি টিকাকরণ কেন্দ্রে। সোম, বুধ, শুক্র দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হবে।

অপরদিকে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার প্রথম ডোজ নিতে পারবেন শহরবাসী। ছোটখাটো এমনটাই জানিয়েছেন পুরসভার প্রশাসক তথা বিধায়ক অতীন ঘোষ।

তিনি জানান, ভ্যাকসিনের অপ্রতুলতার কারণে ৫ লক্ষ মানুষ এখনও দ্বিতীয় ডোজের সময় হলেও তাঁরা টিকা নেননি। কলকাতা পুরসভার স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই মোবাইল নম্বরে তাঁদের সঙ্গে যোগাযোগ করে টিকা নিতে অনুরোধ জানাচ্ছে। এরই সঙ্গে তিনি আরও বলেন, ৮০ ঊর্ধ্ব বেশি ব্যক্তিদের টিকাকরণের সময় তাঁর ব্যক্তিগত চিকিত্‍সককে হাজির থাকতে হবে।

জানা গিয়েছে, ভিড় এড়াতে আগে থেকেই ডোজের জন্য কুপন দিয়ে দেওয়া হবে। সেই কুপন দেখিয়ে টিকা নিতে হবে।

সূত্র: আজকাল

আরও পড়ুন ::

Back to top button