বলিউড

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তেকে বয়কটের ডাক!

Boycott Radhika Apte : বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তেকে বয়কটের ডাক! - West Bengal News 24

ভারতীয় সংস্কৃতি কলুষিত করার অভিযোগে বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তেকে বয়কট করার আহ্বান জানিয়েছেন দর্শকরা।

আর এই বয়কটের পেছনে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি চলচ্চিত্রের দৃশ্যকে দায়ী করা হচ্ছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।

অজয় দেবগণ প্রযোজিত ও লীনা যাদব পরিচালিত ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘পার্চড’ চলচ্চিত্রে অভিনেতা আদিল হুসেইনের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন রাধিকা।

সম্প্রতি ওই ওই দৃশ্যটি নতুন করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় আবারও দর্শকের তোপের মুখে পড়েছেন রাধিকা।

আরও পড়ুন : অ্যাপের কারসাজিতে রোগা-ফর্সা হতে নারাজ বিদ্যা

টুইটারে ‘বয়কট রাধিকা আপ্তে’ দাবি তুলে নেটিজেনরা বলছেন, দেশের সংস্কৃতিকে রক্ষা করার জন্য রাধিকাকে বয়কট করুন।

বলিউডের এ সময়ের ব্যস্ত অভিনেত্রী রাধিকা আপ্তে। অভিনয় দক্ষতা দিয়ে ইতোমধ্যেই নিজের শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন রাধিকা।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি রাধিকা।

আরও পড়ুন ::

Back to top button