জাতীয়

স্বাধীনতার শতবর্ষে কেমন হবে ভারত, স্বপ্ন দেখাতে চাইলেন প্রধানমন্ত্রী

স্বাধীনতার শতবর্ষে কেমন হবে ভারত, স্বপ্ন দেখাতে চাইলেন প্রধানমন্ত্রী - West Bengal News 24

স্বাধীনতার ৭৫ বছর পূর্তির সূচনা পর্বে শতবর্ষের ভারত কেমন হবে তার একটা ছবি তুলে ধরার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ভবিষ্যত্‍দ্রষ্টা নই। কর্মের ফলে বিশ্বাস করি। আমার বিশ্বাস রয়েছে দেশের মহিলা ও যুব সমাজের প্রতি। স্বাধীনতার শতবর্ষে যিনিই প্রধানমন্ত্রী হোন, তিনি যে ভাষণ দেবেন তা হবে আজকে যা বলা হচ্ছে তা বাস্তবায়নের বক্তৃতা। এই আমার বিশ্বাস।’ শুধু তাই নয়।

স্বাধীনতার শতবর্ষে ভারত যাতে আক্ষরিক অর্থে জগত্‍সভায় শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত হয় তার জন্য এখন থেকেই সমস্ত কাজ করার ডাক দিলেন মোদী। অর্থাত্‍ ২৫ বছর পর দেশকে কোথায় তিনি দেখতে চান তার রূপরেখা দিয়ে এখন থেকেই তা বাস্তবায়ন করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। মোদীর কথায়, ‘স্বাধীনতার ১০০ বছরের মাথায় যাতে দেশ হয়ে ওঠে বিশ্বের সেরা তার জন্য এখন থেকেই কাজ শুরু করে দিতে হবে।’

আরো পড়ুন : ‘করোনা এখনও শেষ হয়নি’, দেশবাসীকে সতর্কবার্তা রাষ্ট্রপতির

কোভিড পরিস্থিতি সারা বিশ্বের অর্থনীতিতেই সঙ্কট নামিয়ে এনেছে। লকডাউন, মানুষের কাজ হারানোর নিদারুণ ছবি ভারতের ক্ষেত্রেও ভয়াবহ। এদিন মোদী বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেমন সারা দুনিয়ার ছবি বদলে গিয়েছিল তেমনই হবে কোভিড পরবর্তী বিশ্ব।

তাঁর কথায়, ‘দ্বিতীয়ত বিশ্বযুদ্ধের পর পৃথিবী বদলে গেছিল। কোভিডের পরেও দুনিয়া বদলে যাবে।’ কিন্তু এত সঙ্কটের মধ্যেও অগ্রগতির উপাদান মজুত রয়েছে বলে এদিন লালকেল্লায় তাঁর ভাষণে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তাকে ব্যবহার করেই ভারতের অগ্রগতিকে সুনিশ্চিত করার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘ভারত বদলাচ্ছে। কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে এগোচ্ছে দেশ। কিন্তু আমাদের থেমে গেলে চলবে না। ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।’

সূত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button