‘মোদী-শাহর মতো বড় প্লেয়ার মমতার কাছে গোল খেয়ে ফিরেছেন!’ কটাক্ষ ফিরহাদের
দিলীপ ঘোষকে কটাক্ষ ফিরহাদ হাকিমের। ‘খেলা হবে’ দিবসের সকালে দিলীপ ঘোষ বলেছিলেন, তিনি গোল দিতে ভালবাসেন। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘বিজেপি গোল খায়।’ ফিরহাদের কথায়, খেলা হবে দিবসের দিন ফুটবল খেলে এই দিনটাকেই সমর্থন করলেন দিলীপ ঘোষ।
ফিরহাদ হাকিম বলেছেন, ‘বিজেপি বিধানসভা ভোটের সময় কেন্দ্র থেকে নরেন্দ্র মোদি, অমিত শাহদের মতো বড় বড় প্লেয়ারদের নিয়ে এসেছিল। কিন্তু মমতা ব্যানার্জির কাছে তাঁরা গোল খেয়ে ফিরে গেছে।’ এরপরই ফিরহাদের সংযোজন, ‘খেলা হবে দিবস আগেই ঘোষণা করা হয়েছিল। এদিন তাই রাজ্য জুড়ে পালিত হচ্ছে খেলা হবে দিবস। ত্রিপুরাতেও পালিত হচ্ছে খেলা হবে দিবস।’ ফিরহাদের দাবি, ত্রিপুরাতেও এবার জিতবে তৃণমূল।
আরো পড়ুন : খেলা হবে-র সকালে দিলীপও ফুটবল খেললেন, মমতার প্রশংসার পরই বলে পা
ত্রিপুরায় দোলা সেনের উপর হামলা চালানো হয়েছে। যার নিন্দায় ফিরহাদ বলেছেন, ‘গণতান্ত্রিক উপায়ে সবার কথা বলার অধিকার রয়েছে। সবাই নিজেদের মত রাখবে। কিন্তু এই ধরনের হামলা নিন্দনীয়।’
মমতা ব্যানার্জির প্রকল্পের কথা স্মরণ করিয়ে ফিরহাদ বলেছেন, ‘মুখ্যমন্ত্রী দুয়ারে রেশন, লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড সহ একাধিক প্রকল্প নিয়ে এসেছেন। যার ফলে সাধারণ মানুষের অনেক সুবিধা হচ্ছে। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সরকারি ও বেসরকারি হাসপাতালে নানারকম সুবিধা পাচ্ছেন সাধারণ মানুষ।’
সূত্র : আজকাল