আন্তর্জাতিক

প্রেসিডেন্ট প্যালেসের জিমে তালেবানের কসরৎ (ভিডিও)

প্রেসিডেন্ট প্যালেসের জিমে তালেবানের কসরৎ (ভিডিও) - West Bengal News 24

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান বাহিনী। দেশটিতে শত্রুতার দিন শেষ হয়ে গেছে বলে জানিয়েছেন তারা।

এরই মধ্যে আফগানিস্তানের কাবুলে প্রেসিডেন্ট প্যালেসের জিমে তালেবানের শরীরিক কসরতের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে তাদের তালেবানের ঐহিত্যবাহী পোশাকেই ওয়েট লিফটিং, ট্রেডমিলে দৌঁড়ানোসহ জিমের বিভিন্ন সরঞ্জাম নিয়ে শরীরিক কসরৎ করতে দেখা গেছে।

এমনকি জিমে কসরতের সময় তালেবান সদস্যদের একে অপরের ছবি তুলে দিতেও দেখা গেছে।

ভিডিওটি টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকহারে শেয়ার হয়েছে। ভিডিওতে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের মন্তব্যই করেছেন ব্যবহারকারীরা।

এদিকে, ক্ষমতা নেওয়ার পর আফগানিস্তানের রাজধানী কাবুলের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ঘোষণা দিয়েছে তালেবান।

কাতারের দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরের উপপ্রধান আব্দুস সালাম হানাফি সোমবার বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিদেশি কূটনীতিক ও সেনাবাহিনীর সদস্যসহ সরকারি কাজে নিয়োজিত সব চাকরিজীবী কোনো ধরনের শঙ্কা ছাড়াই নিজ নিজ কর্মস্থলে ফিরে যান।

এমনকি তিনি নারী চাকরিজীবীদেরও কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানান। হানাফি বলেন, কারও প্রতি অবিচার করা হবে না এবং নারীরা তাদের হিজাব রক্ষা করে কর্মস্থলসহ সব কাজ স্বাভাবিকভাবে চালিয়ে যেতে পারবেন।

আফগানিস্তানের আশরাফ গনি সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে দেশের বৈধ ও সাংবিধানিক প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এক টুইট বার্তায় তিনি এ ঘোষণা দেন।

আরও পড়ুন ::

Back to top button