জাতীয়

রাখিবন্ধনে সাপকে রাখি বাঁধতে গিয়ে ছোবল খেয়ে মৃত্যু(ভিডিও)

রাখিবন্ধনে সাপকে রাখি বাঁধতে গিয়ে ছোবল খেয়ে মৃত্যু(ভিডিও) - West Bengal News 24

রাখিবন্ধনে (Raksha Bandhan) সবাইকে চমকে দিতে চেয়েছিলেন বিহারের এক সাপুড়ে (Snake Charmer)। ছাপড়া (Chapra) জেলায় রাখি উত্‍সবর মাঝে সবাইকে আনন্দ দিতে ঝুঁকির এক কাজ করেছিলেন সাপুড়ে। কিছুক্ষণ বিন বাজিয়ে সাপের খেলা দেখিয়ে খুব হাততালি পাওয়ার পর সে সাপুড়ে মজা দেখাতে গিয়ে সাপের গায়ে রাখি বাঁধতে চান। জোরে জোরে বলতে থাকেন, ‘আয় বাবা সাপ বাবাজি তোর হাতে রাখি বেঁধে দিই।

লোকে দেখুক, তুই আমার ভাই।’ সাপুড়ে তারপর সাপের একেবারে মুখের সামনে হাত দিয়ে তার কপালে টিকা পড়াতে যায়। ভয় পেয়ে সেই সাপটা ছোবল মারে তার মালিককে। ব্যস, সাপের এক ছোবলে ঘায়েল হয়ে জ্ঞান হারান সেই সাপুড়ে। আশঙ্কাজনক অবস্থা তাকে সামনের এক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।

সেই সাপুড়েকে সাপে ছোবল মারার ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখুন সেই ভিডিও–

সেই ব্যক্তি সাপের খুব ভক্ত। বিভিন্ন জায়গা থেকে সাপ ধরে আনে। তবে খুব বেশি দিন ধরে সাপের খেলা দেখাচ্ছিলেন তা নয়। তিনি ঠিক করেছিলেন এবারের রাখিতে সাপকে রাখি পরিয়ে তিনি সবার মন জিতবেন। তার খেলা দেখতে অনেকে জড়ো হয়েছিলেন। কিন্তু শেষ অবধি সব কিছু পরিকল্পনামাফিক হল না।

সূত্র : লেটেস্ট লি

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য