Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
পূর্ব মেদিনীপুররাজনীতি

‘তালিবান টু চলছে বাংলায়’, পাঁশকুড়ার ঘটনায় তীব্র কটাক্ষ শুভেন্দুর

Suvendu Adhikari : ‘তালিবান টু চলছে বাংলায়’, পাঁশকুড়ার ঘটনায় তীব্র কটাক্ষ শুভেন্দুর - West Bengal News 24

বিজেপির আক্রান্ত কাউন্সিলরকে দেখতে পাঁশকুড়ায় গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাঁশকুড়ার ১৮ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুকুমার ভুঁইয়াকে দেখতে যান শুভেন্দু অধিকারী। কিন্তু সেখান থেকে ফেরার পথে ঘটল বিপত্তি।

শুভেন্দুর কনভয়ে চলল হামলা। শুভেন্দুর কনভয় লক্ষ্য করে ‘গো ব্যাক’ ‘গদ্দার’ স্লোগান তুলতে শুরু করে তৃণমূল কর্মী-‌সমর্থকরা। মারধর করা হল বিজেপির কর্মী-‌সমর্থকদের। বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর এই ঘটনায় গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী।

আরো পড়ুন : পাঁশকুড়ায় শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ, ‘গো ব্যাক স্লোগান’, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ

শুভেন্দু অধিকারীর কথায়, ‘‌একজন কাউন্সিলর, তিনি আক্রান্ত হলেন, মাথা ফাটল। আর ৩৬ ঘণ্টা পরে এল পুলিশ। এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে খুব বিপজ্জনক। তালিবান টু চলছে বাংলায়।’‌

বিজেপির নেতা কণিষ্ক পাণ্ডা বলেন, ‘‌পরিকল্পনা করে আমাদের নেতা শুভেন্দু অধিকারীর উপরে হামলার চেষ্টা করেছিল তৃণমূল। শুভেন্দু অধিকারীকে না পেয়ে মারধর করেছে বিজেপি কর্মীদের। বিজেপি কর্মী-‌সমর্থকদের বাইক ভাঙচুর করা হয়েছে।’‌

শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‌ওদের শিক্ষা ও সচেতনতার এত অভাব যে ওরা জানে না তালিবান হল নারীবিদ্বেষী। লেডি তালিবান বলে কোনও কিছুই হয় না।’‌

সূত্র : আজকাল

আরও পড়ুন ::

Back to top button