Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতি

মোদী ‘মহিষাসুর’, জেলা সফরে গিয়েই প্রধানমন্ত্রীকে নিশানা সায়নীর

sayani ghosh : মোদী ‘মহিষাসুর’, জেলা সফরে গিয়েই প্রধানমন্ত্রীকে নিশানা সায়নীর - West Bengal News 24

পশ্চিম বর্ধমান থেকে জেলা সফর শুরু করলেন যুব তৃণমূলের সভাপতি সায়নী ঘোষ (Saayoni Ghosh)। সফরের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) শব্দবাণে বিঁধলেন তিনি। মোদিকে মহিষাসুরের সঙ্গে তুলনা করলেন যুব তৃণমূলের সভাপতি।

নিজের সফর শুরুর একটি ভিডিও টুইটারে শেয়ার করেছেন সায়নী। সেখানে তিনি জানান, পশ্চিম বর্ধমান থেকেই জেলা সফর শুরু করার কথা দিয়েছিলেন। সেই কথা রেখেছেন। আসানসোল দক্ষিণের (Asansol Dakshin) প্রার্থী হয়েছিলেন। রাস্তায় নেমে তুমুল প্রচার করা সত্ত্বেও হেরে যান। তবে আসানসোল দক্ষিণের মানুষকে বড্ড ভালবাসেন তৃণমূলের তারকা সদস্য। তাঁদের নতমস্তকে প্রণাম করেন তিনি।

ঘাসফুল শিবিরের নিচুস্তরের কর্মীদের সঙ্গে নেতা-নেত্রীর যোগাযোগের উপর বেশি জোর দেন। “এটা সোনার বাংলা, সুনার বাংলা নয়।” বিজেপিকে বিঁধে বলেন সায়নী। এরপরই মোদিকে বিঁধে বলেন, “সারা পৃথিবী দেখেছে যে মোদি নামক এক মহিষাসুরকে কীভাবে মমতা নামক এক দুর্গা বধ করেছে।”

এই প্রথম নয়, এর আগেও প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন সায়নী। উত্তরপ্রদেশের ভোটের প্রসঙ্গ তুলে নিজের টুইটার প্রোফাইলে লিখেছিলেন, “নির্বাচনই পাখির চোখ, প্রধানমন্ত্রী মোদি ও বিজেপি নেতারা জুলাই থেকে উত্তরপ্রদেশের ভোটের প্রচার শুরু করছেন। তাই অক্টোবরের আগেই করোনার তৃতীয় ঢেউয়ের জন্য তৈরি থাকুন!”

আরো পড়ুন : জীবন থাকতে বাংলার অঙ্গচ্ছেদ হতে দেব না : পার্থ চট্টোপাধ্যায়

কিছুদিন আগে আবার যখন স্বাধীনতা দিবসের অবসরে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তমলুকের বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা অসমের বলে বসেন, তখন সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ সিরিজের পোস্টারের আদলে তৈরি ছবি শেয়ার করে তীব্র কটাক্ষ করেছিলেন সায়নী। হোয়াটসঅ্যাপ থেকে পাওয়া যে পোস্টার সায়নী শেয়ার করেছিলেন, তাতে মোদির ছবি ফটোশপ করে লেখা হয়েছিল, ‘মাতঙ্গিনী এখানে কোনও আন্দোলন করতে আসেননি’।

সূত্র : সংবাদ প্রতিদিন

আরও পড়ুন ::

Back to top button