বিচিত্রতা

নিজের বিয়ের আসরেই ঢুকতে নারাজ কনে, কারণ জানলে চমকে যাবেন!

নিজের বিয়ের আসরেই ঢুকতে নারাজ কনে, কারণ জানলে চমকে যাবেন! - West Bengal News 24

সেজে উঠেছে বিয়ের আসর। বরের বেশে হাজির বর। গোলাপি লেহেঙ্গায় মোহময়ী হয়ে উঠেছেন কনেও। আমন্ত্রিতরা অধীর আগ্রহে সাত পাকে বাঁধা পড়ার সাক্ষী হওয়ার অপেক্ষায়। কিন্তু হঠাৎই ছন্দপতন। নিজের বিবাহ আসরেই পা রাখতে চাইলেন না কনে! কেউ কি তাঁকে অপমান করেছেন? না। পাত্র অপছন্দ তাও নয়। বিয়ের জন্য কি তৈরি নন? তেমনটাও না। তাহলে সমস্যা কী? কারণ হিসেবে কনে যা বললেন, তাতে রীতিমতো অবাক সকলেই!

কী এমন ঘটল যে বিয়ের আসরের দোরগোড়ায় এসেই বেঁকে বসলেন পাত্রী শিবানী? সত্যি কথা বলতে কী, নিজের বিয়ে নিয়ে দারুণ এক্সাইডেট ছিলেন তিনি। নিজের বিয়ের প্রতিটা মুহূর্তকেই পারফেক্ট করে তুলতে চেয়েছিলেন তিনি। এককথায় নিখুঁত বিবাহ অনুষ্ঠানের স্বপ্ন ছিল তাঁর দু’চোখ জুড়ে। আর সেখানেই ধাক্কা খাওয়ায় মন খারাপ হয়ে যায় শিবানীর। আসলে বিয়ের অনুষ্ঠানে পা রাখার সময় ঠিক কোন গানটি মিউজিক সিস্টেমে বেজে উঠবে, তা আগে থেকেই জানিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু কনে সেখানে পৌঁছতে সেই গানটি বাজানো হয়নি। ব্যস, গোঁসা হয়ে গেল কনের।

আরও পড়ুন : বাঁচার জন্য পোকামাকড় খাচ্ছে যে দেশের মানুষ

সেই মুহূর্তেরই একটি ভিডিও আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে কনের কীর্তি দেখে রীতিমতো চমকে গিয়েছেন নেটিজেনরা। বিয়ের পিঁড়িতে বসতে না চাওয়ার এটাও যে একটা কারণ হতে পারে, বিশ্বাসই হচ্ছে না অনেকের। অনেকে আবার মজা করে লিখেছেন, “ধন্যি কনে।”

কিন্তু শেষমেশ কি চারহাত এক হল? হ্যাঁ। পছন্দসই গানটি ডিজে বাজাতেই কনের মুখে হাজার ওয়াটের হাসি। আর তারপরই ‘যদিদং হৃদয়ং তব…।’ প্রমাণ হিসেবে সেই ভিডিওটিও এখন নেটদুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। ওহ, এই নাহলে পারফেক্ট বিয়ে!

আরও পড়ুন ::

Back to top button