রাজ্য

কোটি টাকার দুর্নীতি বন্যা ত্রাণে,’এতদিন ঘুমোচ্ছিলেন?’, রাজ্যকে তুমুল ভত্‍সর্না হাইকোর্টের

কোটি টাকার দুর্নীতি বন্যা ত্রাণে,’এতদিন ঘুমোচ্ছিলেন?’, রাজ্যকে তুমুল ভত্‍সর্না হাইকোর্টের - West Bengal News 24

বন্যার ত্রাণে কোটি কোটি টাকার দুর্নীতি (Flood Relief Scam) নিয়ে রাজ্যের (West Bengal Govt) ভূমিকার সমালোচনা করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। প্রকৃত ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য সক্রিয় ভূমিকায় দেখা যায়নি রাজ্যকে, দুর্নীতির (Corruption Case) বিরুদ্ধেও কোনও পদক্ষেপ করা হয়নি।

ওই বিষয়গুলি তুলে ধরে রাজ্য সরকারের (West Bengal Govt) সমালোচনা করল আদালত (High Court)। এদিন কড়া সমালোচনা করে আদালত বলে, ‘শো-কজ করা বা দুর্নীতির টাকা উদ্ধারের মধ্যেই রাজ্যের কাজ শেষ হয়ে যায় না। ত্রাণের টাকা ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য। কয়েক জনের পকেটে ভরানোর জন্য নয়’।

আরো পড়ুন : রেলের দাবিতে ‘আমরা ঝাড়গ্রামবাসী’র রিলে অনশন

রাজ্যের এজি কিশোর দত্ত স্বীকার করে নেন, এখানে দুর্নীতি হয়েছে। গ্রেফতারও করা হয়েছে অভিযুক্তদের। এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল জানতে চান, কোনও পদক্ষেপ নিয়েছেন কি যাতে ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্কে টাকা পৌছায়? তিনি আরও বলেন, “এটা স্পষ্ট যে দুর্নীতি হয়েছে। তারপরেও দুবছর চুপ করে বসেছিলেন? একটা গুরুতর বিষয়। এতদিন ঘুমোচ্ছিলেন?” ২০১৯-এই জেলাশাসক জানিয়েছিলেন দুর্নীতি হয়েছে। তারপরেও কেন কোনও পদক্ষেপ করলেন না ?” – প্রশ্ন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।

এদিন অ্যাডভোকেট জেনারেলকে হাইকোর্টের প্রশ্ন ছিল, “গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে FIR দায়ের হয়েছে? ফৌজদারি কার্যবিধির ৪১ ধারা প্রয়োগ করে প্রধানকে ডাকা হয়েছে ? এতদিন সময় গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি! এতদিন কি ঘুমোচ্ছিলেন?”

আরও পড়ুন : বিজেপি মন্ত্রীদের কথায় বাংলা ভাগ হবে না : মমতা বন্দ্যোপাধ্যায়

অ্যাডভোকেট জেনারালের উত্তর ছিল, প্রধান কে কারণ দর্শাতে বলা হয়েছে। টাকা উদ্ধার করা হচ্ছে। রাজ্যের এহেন অবস্থান জেনে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তুমুল ভত্‍সর্না করেন। আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যকে তদন্তের অগ্রগতির পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: নিউজ ১৮

আরও পড়ুন ::

Back to top button