ওপার বাংলা

টিভিতে সাপ ধরা শিখে রাসেল ভাইপার আটক করল কিশোর

টিভিতে সাপ ধরা শিখে রাসেল ভাইপার আটক করল কিশোর - West Bengal News 24

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে একটি বিষধর রাসেল ভাইপার (চন্দ্রবোড়া) সাপের বাচ্চা আটক করেছে এক কিশোর। শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার হাসাইল বাজার মাছ ঘাট এলাকায় পদ্মা নদীর শাখা পয়েন্টে রাসেল ভাইপার সাপটি দেখতে পায় আলভী নামের স্থানীয় এক কিশোর। পরে ওই কিশোর সাপটিকে আটক করে একটি প্লাস্টিকের বোতলে ভরে ফেলে। কিশোর আলভী হাসাইল বাজারে হোটেল ব্যবসায়ী রিপন শিকদারের ছেলে।

কিশোরের বাবা রিপন শিকদার বলেন, ন্যাশনাল জিওগ্রাফি ও ডিসকভারি টিভি চ্যানেল দেখে আমার ছেলে আলভী সাপ ধরা শিখেছে‌। সে সাপটি নদীতে ভেসে আসতে দেখে এটিকে আটক করে প্লাস্টিকের একটি জারে বন্দি করে রাখে। সাপটি লম্বায় আনুমানিক দেড় ফুটের মতো হবে।

আরও পড়ুন : ‘যে রাজ্যে পা রাখব সেটাই দখল করব’,পারলে তৃণমূলকে আটকে দেখাও, অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের

তিনি আরও বলেন, উপজেলা বন প্রাণী বিভাগে সাপটি হস্তান্তর করার জন্য একাধিবার যোগাযোগ করা হলেও তারা একেকজন একেক নম্বর দিয়ে যোগাযোগ করতে বলছেন। কিন্তু কেউ সাপটির দায়িত্ব নিতে চাইছেন না।

মুন্সিগঞ্জ জেলা বন বিভাগের কর্মকর্তা মো. আবু তাহের বলেন, রাসেল ভাইপার একটি বিষধর প্রজাতির সাপ। আমরা বন্য প্রাণী বিভাগের সঙ্গে যোগাযোগ করে শিগগিরই সাপটিকে উদ্ধারের ব্যবস্থা করছি।

আরও পড়ুন ::

Back to top button