উঃ ২৪ পরগনা
পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু, বরানগরে ৭ ঘণ্টা পর উদ্ধার নিখোঁজ ব্যক্তির দেহ
বরানগরে (baranagar) নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। টানা সাত ঘণ্টা পর পুকুর থেকে উদ্ধার করা হয় ওই দেহ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে নেতাজি কলোনি এলাকায়। জানা গিয়েছে ওই ব্যক্তির নাম দীপক হরি।
বয়স চল্লিশ। তিনি নেতাজি কলোনি এলাকার বাসিন্দা। ওই এলাকায় একাধিক পুকুর রয়েছে। তারই একটিতে তলিয়ে গিয়েছিলেন দীপক। তাঁর খোঁজে পুকুরে ডুবুরি নামাতে হয়।
আরো পড়ুন : ধেয়ে আসছে বৃষ্টি, ঝড় ও বজ্রবিদ্যুতের আশঙ্কা এই জেলাগুলিতে!
শনিবার বিকেলে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন দীপক হরি। স্থানীয় বাসিন্দারা বরানগর থানায় খবর দিলে পুলিশ আসে। প্রাথমিকভাবে দীপকের হদিশ পাওয়া না গেলে পুলিশ ডুবুরি নামানোর ব্যবস্থা করে।
অবশেষে সাত ঘণ্টা পর রাত এগারোটা নাগাদ দীপক হরির নিথর দেহ উদ্ধার করা হয়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’
সূত্র : দ্য ওয়াল